আবার দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ডবল হারে বাড়ল মৃত্যু

ভারতে বুধবার ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে অনেকটাই বেড়ে গিয়েছে কোভিডে আক্রান্তের সংখ্যা। তার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমনটাই জানা গিয়েছে আইসিএমআর থেকে। একদিনের পরিসংখ্যান কী বলছে ?

ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণের কারণে ৪৫ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে করোনার ১৬,৯০৬ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ভাগ করা তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট ১৫, ৪৪৭ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট করোনা থেকে সুস্থ হওয়ার হার প্রায় ৯৮.৫০ শতাংশ বলে জানা গিয়েছে এবং মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১১ হাজার ৮৭৪ জন।

বেড়েছে অ্যাক্টিভ কেস

ভারতে কোভিড-১৯এর মোট সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য আজ এমনটাই জানিয়েছে। গতকাল নিবন্ধিত সক্রিয় মামলা ছিল ১ লক্ষ ৩১ হাজার ০৪৩টি।

সক্রিয় কেস বৃদ্ধি


গত ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় করোনা কেস ১৪১৪ কেস বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। মোট সংক্রমণের ০.৩০ শতাংশ সক্রিয় মামলা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

মোট মৃত্যু

ভারতে, কোভিড মহামারীজনিত কারণে প্রথম মৃত্যু ২০২০ সালের মার্চ মাসে রিপোর্ট করা হয়েছিল। দেশে মোট মৃতের সংখ্যা এখন ৫লক্ষ ২৫ হাজার ৫১৯টি। ১৩ জুলাই দৈনিক পজেটিভ কেসের হার ৩.৬৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

আইসিএমআর পরীক্ষা:

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) অনুসারে, ১২ জুলাই পর্যন্ত করোনার জন্য ৮৬ কোটি ৭৭ লক্ষ ৬৯ হাজার ৫৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৪ লক্ষ ৫৯ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশের করোনাগ্রাফ নিম্নমুখী ছিল। অনেকটাই কম ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছিল। আক্রান্ত হয়েছিল ১৩,৬১৫ জন। করোনা সংক্রমণে সোমবার মারা গিয়েছিলেন ২০ জন। সেটাই এদিন লাফিয়ে অনেকটা বেড়ে গিয়ে ডবলের বেশি।

এদিকে আবার গবেষকরা দাবি করেছে উপসর্গ লুকিয়ে ধীরে ধীরে থাবা চওড়া করছে করোনা ভাইরাস। সেকারণেই আপাতভাবে করোনা আক্রান্তে সংখ্যা তেমন ভাবে দেখা যাচ্ছে না। জ্বর, সর্দি-কাশি ছাড়াই করোনা ভাইরাসের সংক্রমণ ধরা দিচ্ছে শরীরে। সেকারণেই হয়তো প্রথম থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
ICMR says that corona increased again in india
Story first published: Wednesday, July 13, 2022, 11:20 [IST]