ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জসপ্রীত বুমরাহের দাপটে ব্রিটিশ দলকে ধসিয়ে দিয়েছে ভারত। মাত্র ১৯ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন দেশের সেরা পেসার। প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে নির্ধারিত ওভারের ক্রিকেটে সর্বাধিক ৬ উইকেট পান তিনি। এটাই বুমরার ওডিআই কেরিয়ারে সেরা ফিগার। জসপ্রীতের এই পারফরম্যান্সের কারণে তাঁর প্রশংসা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেও।
জসপ্রীত বুমরাহের দাপটে ঘরের মাঠে ১১০ রান বান্ডিল হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের শেষে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভূয়োষী প্রশংসা করেছেন বুমরাহের। তিনি উল্লেখ করেছে, "সব ফরম্যাটেরক শ্রেষ্ঠ বোলার।" তাঁর কথায়, "ও (জসপ্রীত বুমরাহ) যে কোনও ফরম্যাটের শ্রেষ্ঠ বোলার, এই বিষয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। শাহিন শাহ আফ্রিদি, ট্রেন্ট বোল্টদেরও এই ক্যাটাগরিতে রাখা যাবে কিন্তু জসপ্রীত বুমরাহ ওর স্কিল, পেস , সুইং, ইয়র্কার, স্লোয়ার ডেলিভরি দিয়ে নিজেকে অন্যস্তরে নিয়ে গিয়েছে।" তাঁর আরও সংযোজন, "সব ব্যাটারই ওকে দীর্ঘ সময় ধরে দেখেছে। কিন্তু তবুও বহু কম ক্রিকেটার রয়েছেন যাঁরা টি-২০ বা পঞ্চাশ ওভারের ক্রিকেটে জসপ্রীত বুমরাহকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। একই বিষয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। আমি মনে করি অন্যদের থেকে মাইল দূরত্বে এগিয়ে রয়েছে ও।"
টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে ব্রিটিশ দলটির উপর চাপ বাড়িয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজের মতোই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত যার মধ্যে প্রথম ম্যাচ জেতার ফলে শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩০ রান করেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি ঠিক মতো। ইংল্যান্ডের চার জন ব্যাটসম্যান ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জসপ্রীত বুমরাহ ৬ উইকেটের পাশাপাশি ৩ উইকেট পান মহম্মদ শামি এবং ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতের হয়ে একাই ৭৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৮ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা। ৫৪ বলে ৩১ রান করে শিখর ধাওয়ান।