শ্যুটিং বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন বাঙালি মেয়ে মেহুলি ঘোষ

আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতলেন বাঙালি শ্যুটার মেহুলি ঘোষ। বুধবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে শাহু তুষার মানের সঙ্গে জোট বেঁধে সোনা জেতেন মেহুলি। এই ইভেন্টে পালক এবং শিবা নারওয়াল জুটি বেঁধে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। সোনা জয়ের লড়াইয়ে মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে ১৭-১৩ ব্যবধানে পরাজিত করে হাঙ্গারির জুটি এজস্টার মেসজারোস এবং ইস্তভান পেনকে।

শ্যুটিং বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন বাঙালি মেয়ে মেহুলি ঘোষ

ভারতের পদক তালিকায় ব্রোঞ্জ যুক্ত করেছেন শিবা নারওয়াল এবং পালাক জুটি। একপেশে ম্যাচে ভারতীয় জুটি পরাজিত করেছে কাজাখাস্তানের জুটি ইরিনা লোকটিওনোভা এবং ভেলিরি রাখিমজানকে ১৬-০ ব্যবধানে। দু'টি সোনা এবং একটি ব্রোঞ্জ জেতার ফলে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। মেহুলি এবং তুষার ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে।

আন্তর্জাতিক মঞ্চে এটাই মেহুলির প্রথম স্বর্ণপদক নয়। ২০১৯ সালেও সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি। তবে তাঁর সঙ্গী তুষার এই প্রথম সোনা জিতেছেন। বুধবার বিকেলেই ফের পদক জয়ের সম্ভাবনা রয়েছে মেহুলির। মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলে বিভাগের ফাইনালে নামবেন তিনি। সেখানেও মেহুলির ভালো ফল করা নিয়ে আশাবাদী কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায় এবং মেন্টর গগন নারাং। একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে আরেক ভারতীয় শুটার নবীন সাঙ্গওয়ানের। পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান পেয়েছেন তিনি।

মেহুলি সোনা জেতার ফলে চিনকে পদত তালিকায় পিছনে ফেলে দিয়েছে ভারত। দু'টি সোনা জিতে চিন রয়েছে তৃতীয় স্থানে। তিনটি সোনা জয় করে প্রথম স্থানে রয়েছে ইউরোপের দেশ সার্বিয়া।

More SHOOTING News  

Read more about:
English summary
Mehuli Ghosh win gold medal in Air Rifle Mixed Team Gold.