আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দেশের মুখ উজ্জ্বল করছেন মেহুলি দাস। শাহু তুষার মানেকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এই ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। ভারতের হয়ে এই নিয়ে দ্বিতীয় বার সোনা জিতলেন মেহুলি। ২০১৯ সালে প্রথম বার কাঠমান্ডুতে সোনা পেয়েছিলেন তিনি। তবে, সিনিয়র বিশ্বকাপে এটি মেহুলির প্রথম সোনা। এ দিন খেতাবি লড়াইয়ে মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানের জুটি ১৭-১৩ পয়েন্টে পরাজিত করে হাঙ্গেরির জুটি এস্তার মেসজারোস এবং ইস্তভান পেন'কে।
মেয়ের এই সাফল্যে অভিভূত মেহুলির বাবা-মা। বুধবার এই প্রতিবেদককে মেহুলির বাবা নিমাই ঘোষ বলেন, "আমার খুবই ভাল লাগছে। মহামারীর এই সময়টা কোনও খেলাধূলো ছিল না। অনেক দিন পর বিশ্বকাপে সুযোগ পেয়ে গেল। গিয়েই সোনার পদক (জিতেছে) খুবই ভাল লাগছে। এখনও ওর সঙ্গে কথা হয়নি। খেলা নিয়েই ও এখন ব্যস্ত রয়েছে। সারা দিন এতগুলো ম্যাচ খেলার শরীরও দেয় না। মেহুলির মূল লক্ষ্য অলিম্পিক, তার জন্যই এত কিছু করা।"
বিশ্বকাপের মঞ্চে সোনা জেতা মেয়ের সাফল্যে গর্বিত মেহুলির মা'ও। ০.১ পয়েন্টের জন্য ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিলেন মেহুলি। সেই সময় তিনি মেয়েকে বলেছিলেন, "মন খারাপ করার কোনও দরকার নেই। পরেরটা ভাল খেলিস। শুধু এগিয়ে যা, কোনও রকম চিন্তা করতে হবে না। মেয়ে আজ সোনা জিততে পারায় অত্যন্ত খুশি।"
মেহুলির এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর প্রাক্তন প্রশিক্ষক তথা অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। বর্তমানে ভারতীয় দলের প্রশিক্ষক জয়দীপ লিখেছেন, "এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে এল দ্বিতীয় সোনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০.৯ স্কোর করে হাঙ্গেরির বিরুদ্ধে দেশকে সোনা এনে দিল মেহুলি এবং শাহু।"