|
ভারী বৃষ্টিতে কমল তাপমাত্রা
এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। এদিন বৃষ্টি হয় রাজধানীর
বেশ কয়েকটি জায়গায়। যার জেরে তাপমাত্রাও বেশ খানিকটা কমে যায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
|
বিভিন্ন জায়গায় যানজটের আশঙ্কা
বৃষ্টির পরেই দিল্লি ট্রাফিক পুলিশের তরফে সাধারণের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, টানা বৃষ্টি এবং জল জমে যাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় জল জমে যেতে পারে। সেই কারণে সাধারণ মানুষের কাছে আদে থেকে তাদের যাত্রার পরিকল্পনা করতে পরামর্শ দেওয়া হয়।
বুরারি ও জাসোলা-সহ শহরের বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ার কারণে যানজট তৈরি হয়।
|
মুম্বইয়ে কমলা সতর্কতা
এছাড়াও আবহাওয়া দফতরের তরফে আদামী ২৪ ঘন্টায় উত্তর প্রদেশ ও হয়িনার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত চলায় আবহাওয়া দফতরের তরফে আগামী তিনদিনের জন্য শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে পালঘর, নাসিক, পুনেতে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ১২-১৩ জুলাই রায়গড় জেলায় একই সতর্কতা জারি করা হয়েছে আগেই। রত্নাগিরি, কোলাপুর, গড়চিরোলি জেলায় মঙ্গলবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এই বৃষ্টিতে এখনও মধ্য ও পশ্চিমাঞ্চলের লোকাল ট্রেনের চলাচলে কোনও প্রভাব পড়েনি। সব ট্রেন স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত
ভারী বৃষ্টিপাতের কমবলে উত্তরাখণ্ডও। দেরাদুন, পাউরি, চম্পাওয়াত, নৈনিতাল, উধম সিং নগর-সহ উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এই সব জায়গায় দিনেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় কেদারনাথ, হলদওয়ানি, পিথোরাগড়, ল্যান্সডাউন, গিগিহাট, হিচ্চা, সাতপুলি ও দেরাদুনে ভারী বৃষ্টি হয়েছে।