রোহিতের ছক্কায় আহত বালিকা! ভারতের কাছে ইংল্যান্ড এই প্রথম একদিনের আন্তর্জাতিকে হারল ১০ উইকেটে

ওভালে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ১৮৮ বল বাকি থাকতে রোহিত শর্মার দল এদিন জয় পেয়েছে ১০ উইকেটে। একদিনের আন্তর্জাতিকে এই প্রথম ইংল্যান্ড ভারতের কাছে ১০ উইকেটে হারল। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোরও করেছিল আজ। ২৫.২ ওভারে ১১০ রানে অল আউট হয়ে গিয়েছিল জস বাটলারের দল। জবাবে ১৮.৪ ওভারেই ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয় রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জুটি।

রোহিতের ছক্কায় আহত বালিকা

রোহিত শর্মা ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। তিনি সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। যদিও তাঁর একটি ছক্কায় আহত হল গ্যালারিতে খেলা দেখতে আসা এক বালিকা। দেখা গিয়েছে, আম্পায়ার ছক্কার সিগন্যাল দিচ্ছেন। তারপরেই ক্যামেরা প্যান করে ধরে ওই বালিকাকে। কোলে নিয়ে ওই বালিকার কান্না থামানোর চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে। ফুটফুটে শিশুটির চোট গুরুতর কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ক্রিকেটারদের। মাইক আথারটন ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, মনে হচ্ছে দর্শকদের মধ্যে কেউ আহত হয়েছেন রোহিত শর্মার ছক্কায়। রবি শাস্ত্রী বলেন, দেখে সেটাই মনে হচ্ছে। রোহিতও যেভাবে ওইদিকে তাকিয়ে রয়েছেন তাতে মনে হচ্ছে তাঁর কাছেও বার্তা গিয়েছে যে ওখানে কেউ আহত হয়েছেন। পরে ফের ক্যামেরা ফের আহত ওই শিশুটিকে ধরে। দেখা যায় তাকে সান্ত্বনা দিচ্ছেন কয়েকজন। ছুটে যান ইংল্যান্ড দলের কয়েকজন চিকিৎসকও। তবে বিষয়টি গুরুতর নয়। খেলাও বেশিক্ষণ বন্ধ থাকেনি। এরপর দ্রুতই ম্যাচ ফিনিশ করেন রোহিত ও ধাওয়ান।

বোলারদের প্রশংসা হিটম্যানের

রোহিত শর্মা জয়ের পর বলেন, পিচ ও মেঘলা আবহাওয়ায় টস জিতে বোলিং নেওয়া সঠিক সিদ্ধান্তই ছিল। তবে আমরা কন্ডিশন নিয়ে কখনও চিন্তা করি না। টি ২০ সিরিজেও পিচ ফ্ল্যাট ছিল। আমরা নিজেদের অভীষ্ট লক্ষ্যে তখনও পৌঁছেছি। আজকের পরিস্থিতি জোরে বোলারদের অনুকূলে ছিল। এই ধরনের পরিবেশে বোলাররা কী ধরনের সহায়তা পেতে পারেন সে ব্যাপারে ওয়াকিবহাল থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বোলারদের দক্ষতা সম্পর্কেও অবগত ছিলাম। ব্যাট করতে নেমে প্রথম বলেই রান আউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাছাড়া রোহিত-ধাওয়ান ঠাণ্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। ধাওয়ানের ওভালের ট্র্যাক রেকর্ডও অনবদ্য। রোহিত তাঁর ওপেনিং পার্টনারের প্রশংসা করে বলেন, আমরা দুজন একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। এদিন প্রথম বলের ঘটনা ছাড়া পরস্পরের মধ্যে বোঝাপড়াও ভালো। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ধাওয়ান দলের প্রতি কতটা অবদান রাখতে পারেন সেটাও আমরা জানি। নিজের শট সিলেকশন সম্পর্কে রোহিত বলেন, আমি জানি পুল বা হুক শট মারা ঝুঁকির। কিন্তু আমি তা খেলা থেকে পিছপা হই না। যতক্ষণ সব কিছু ঠিকঠাক রয়েছে, আমি খুশি।

লর্ডসে মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক পাকাপাকিভাবে হওয়ার পর ভারতের কাছে টি ২০ সিরিজ হেরেছেন জস বাটলার। সেই সিরিজে প্রথম দুটি ম্যাচ ভারত জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল। এবার একদিনের সিরিজে সেই এরই হাতছানি রোহিতদের সামনে। বাটলার অবশ্য শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, আজকের দিনটা খুব টাফ ছিল। কিন্তু লর্ডস ম্যাচের জন্য আমাদের দ্রুত গুছিয়ে নিতে হবে। ভারত এদিন কন্ডিশন খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। টি ২০-র পাশাপাশি পাওয়ারপ্লেতে তারা ভালো বোলিং করছে। জসপ্রীত বুমরাহ গ্রেট বোলার। তিনি এদিন অনবদ্য বোলিং করেছেন। বোলারদের উদ্দেশে তিনি ঝুঁকি নিয়েও উইকেট তুলে নেওয়ার বার্তা দিয়েছিলেন। যদিও ভারতীয় ব্যাটারদের এদিন ফেরাতে পারেননি ইংল্যান্ডের বোলাররা।

খুশি বুমরাহ

১৯ রানে ৬ উইকেট। কেরিয়ারের সেরা বোলিং করে ম্য়াচের সেরা জসপ্রীত বুমরাহ বলেন, যখন স্যুইং ও সিম মুভমেন্টের সুযোগ থাকা সেটা সাদা বলের ক্রিকেটে খুবই উত্তেজক বিষয়। শুরুর দিকে যে সহায়তা পেয়েছি তাতে খুশি। প্রথম বল করতে গিয়েই দেখি স্যুইং হচ্ছে। যখন বোলিং করতে গিয়ে এমন সুবিধা পাওয়া যায় তখন খুব বেশি কিছু করার দরকার পড়ে না। পাটা উইকেটে সঠিক নিশানায় বল ফেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। শামির সঙ্গে আলোচনা করে ফুলার ডেলিভারির দিকে জোর দিই। মহম্মদ শামির সাফল্যে খুশি বুমরাহ উইকেটের পিছনে ঋষভ পন্থের অনবদ্য দক্ষতায় ক্যাচ ধরারও প্রশংসা করেছেন। ভারতের জয়ে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে উচ্ছ্বাসের পোস্টে।

More ROHIT SHARMA News  

Read more about:
English summary
India Beat England By 10 Wickets For The First Time In ODI History. Rohit Sharma's Pull Shot Hits A Girl At Oval Gallery.
Story first published: Tuesday, July 12, 2022, 23:13 [IST]