বিরাট কোহলির সমর্থনে মুখ খুললেন সুনীল গাভাসকর

বিরাট কোহলির সমর্থনে মুখ খুললেন সুনীল গাভাসকার। বিগত তিন বছর ধরে বিরাটের পারফরম্যান্স তলানিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচেও ব্যর্থ হয়েছেন কোহলি। ঠিক যেমনভাবে ব্যর্থতার স্বাদ উপহার দিয়েছিলেন অসংখ্য অনুরাগীকে পঞ্চম টেস্টের দুই ইনিংসে। দীর্ঘ খারাপ সময়ের কারণে বিরাট কোহলির উপর রীতিমতো বিরক্ত প্রাক্তন তারকারা বা ক্রিকেট বিশেষজ্ঞরা। একই রকম বিরক্ত ভারতীয় দলের সমর্থকেরাও। একাধিক প্রাক্তন কিংবদন্তি দল থেকে তাঁকে ড্রপ করার পক্ষেও সাওয়াল করেছেন।

তবে, অন্য পথে হেঁটে সুনীল গাভাসকর জানিয়ে দিয়েছেন আরও সময় দেওয়া উচিৎ প্রাক্তন ভারত অধিনায়ককে। তবে, এই সময়টা কি অনন্ত কাল, নাকি এর কোনও লিমিট রয়েছে সেটা জানাননি সানি। স্পোর্টস তাকে কোহলির ফর্ম নিয়ে চিন্তিত গাভাসকর উল্লেখ করেছেন, যখন রোহিত শর্মা বা অন্য কোনও ব্যাটসম্যান যখন রানের মধ্যে থাকে না তখন তো এত কথা হয় না। তাঁর কথায়, "আমি বুঝতে পারিনা যে যখন রোহিত শর্মা রান পায় না, তখন তো কেউ এই বিষয়ে কথা বলেন না। অন্য কোনও ক্রিকেটার যখন রান পায় না তখনও তো কেউ কথা বলে না। ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরস্থায়ী।"

ইংল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলা শুরু করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি বিরাট। গাভাসকর বলেছেন, "কোহলি যে ট্যাকটিক্স অনুসরণ করছেন তাতে গিয়েই ব্যাট চালাতে হবে। কিছু সময় তুমি অসফল হতেই পারো। আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে ভাববে। আমার মনে হয়, এখনও সময় রয়েছে (টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে)।"

ইংল্যান্ড সফরে পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ১১ রান করেন বিরাট কোহলি, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২০ রান। দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি করেন মাত্র ১ রান। তৃতীয় ম্যাচে তিনি করেছেন ১১ রান। কোহলি ব্যর্থ হলেও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ভারত। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫০ রান এবং ৪৯ রানে জেতে ভারত। টেস্ট এবং টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজে খেলবে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ১২ জুলাই থেকে।

More SUNIL GAVASKAR News  

Read more about:
English summary
Sunil Gavaskar backs Virat Kohli and feels there is still lot of times left before Team selection for ICC T20 World Cup.
Story first published: Tuesday, July 12, 2022, 10:38 [IST]