ATK Mohun Bagan: কলকাতা লিগে খেলার সম্ভাবনা কমছে এটিকে মোহনবাগানের

ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে এটিকে মোহনবাগানের খেলার সম্ভাবনা। দীর্ঘ দিন ধরেই মোহনবাগানের নতুব সচিব দেবাশিস দত্ত বলে আসছিলেন কলকাতা লিগে তাঁরা দল নামাবেন না। ৯ জুলাই প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির সঙ্গে আইএফএ-এর বৈঠক ডাকা হলেও এটিকে মোহনবাগানের তরফ থেকে উপস্থিত ছিলেন না কেউ। এতেই আরও জোরদার হয় আইএফএ-এর ভয়। তবে এটিকে মোহনবাগান না খেললেও এখনও পর্যন্ত দল গঠন করে উঠতে না পারলেও কলকাতা লিগে খেলার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে ইস্টবেঙ্গল। তাদের পক্ষ থেকে আইএফএ-এর বৈঠকে উপস্থিত ছিলেন দীপঙ্কর চক্রবর্তী। ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে ৩০ জুলাই-এর পর খেলা ফেলতে। সেই একই আবেদন করেছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংও।

ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ২০ জুলাই থেকে শুরু হবে কলকাতা লিগ এবং তা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। তবে মোহনবাগানের তরফে এখনও সবুজ সঙ্কেত না পাওয়ায় এখনও সূচি প্রকাশিত হয়নি। মোহনবাগানের কোনও প্রতিনিধি ওই বৈঠকে উপস্থিত না হওয়ার ফলে আইএফএ-র দুই সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পালকে দায়িত্ব দেওয়া হয় বাগান সচিবের সঙ্গে আলচনা করার।

সোমবার (১১ জুন) মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইএফএ-এর ওই দুই কর্তা। কিন্তু তাতেও কাটেনি অনিশ্চিয়তা। জটিলতা একই রকম রয়ে গিয়েছে।
এ দিনের বৈঠকে মোহনবাগানে প্রাপ্য ৬২ লক্ষ টাকার অন্তত ৬০ শতাংশ না পেলে ক্লাব ঘরোয়া লিগে খেলবে না স্পষ্ট জানিয়ে দেন দেবাশিস। আইএফএর পক্ষে এখনই এতগুলো টাকা দেওয়া কার্যত অসম্ভব যার ফলে আসন্ন মরশুমে কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলার সম্ভাবনা কমছে। আইএফএর বার্ষিক রিপোর্টে দেখিয়ে দেন মোহনবাগান সচিব ওই দুই প্রতিনিধিকে দেখান স্পষ্ট ভাবে এই বকেয়া টাকার কথা উল্লেখ রয়েছে। অন্তত ৬ত শতাংশ বকেয়া পেয়ে গেলে এটিকে মোহনবাগান দল নামাতে তৈরি। ভিতরের খবর, দল নামাতে কোনও সমস্যা নেই, বকেয়া আইএফএ মিটিয়ে দিলে। তবে সে ক্ষেত্রে ২০ অগস্টের ফল ফেলতে হবে এটিকে মোহনবাগানের খেলা কারণ তার আগে প্রাক মরসুম প্রস্তুতি চলবে এটিকে মোহনবাগানের।

More ATK MOHUN BAGAN News  

Read more about:
English summary
ATK Mohun Bagan may not play in forthcoming Calcutta Football League. Mohun Bagan secretary Debasish Dutta has said the club will not place a team for CFL until IFA clears minimum sixty percent of its due.
Story first published: Tuesday, July 12, 2022, 18:47 [IST]