‘ডিপ ফিল্ড ইমেজ' কী ?
যখন মহাবিশ্বের কোনও অংশের ছবি দীর্ঘ সময় নিয়ে তোলা হয় তাকে 'ডিপ ফিল্ড ইমেজ' বলে। জেমস ওয়েবের এই ছবি সাড়ে বারো ঘণ্টা ধরে তুলেছে। নাসার আগের হাবল টেলিস্কোপ যেসব জ্যোতিষ্ক দেখতে পেত না, সেগুলি এখন খুব সহজেই জেমস ওয়েবের ক্যামেরা দেখিয়ে দিয়েছে।
জেমস ওয়েব টেলিস্কোপের লক্ষ্য?
জেমস ওয়েব টেলিস্কোপের লক্ষ্য হল মহাকাশে থাকে সবচেয়ে পুরনো ছায়াপথগুলোর ইতিহাস ও বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। জেমস ওয়েবের ১০ বছরের মিশনটি ছয় মাস ধরে চলছে বলে জানা গিয়েছে।
কী দেখা যাচ্ছে ছবিতে ?
বেশি উজ্জ্বল ও লম্বাটে দাগগুলি পৃথিবী যে গ্যালাক্সিতে রয়েছে তার প্রতিবেশী তারকা। এ ছাড়া অন্য আলোকবিন্দুগুলি হল একেকটি ছায়াপথ। এগুলো দেখলে মনে হবে তাঁরা কিন্তু আদতে এগুলি কোনওটাই তারা নয়।
৪৬০ কোটি বছর আগের ছবি?
পৃথিবীর মানুষ কখনও সূর্যকে রিয়েল টাইমে দেখতে পায় না। দেখে ৮ মিনিট ১৮ সেকেন্ড আগের সূর্যের দৃশ্য। কারণ সূর্য থেকে আমাদের চোখে যে আলো এসে পৌঁছায় সেটা আট মিনিট ১৮ সেকেন্ড সময় নেয়। তাই সেই অনুযায়ী বিজ্ঞানীরা অঙ্ক কষে বলছএন যে ছবিটিতে ছায়াপথগুচ্ছ থেকে যে আলো এসে পৌঁছেছে সেটা হয়ে ৪৬০ কোটি বছর সময় লেগেছে। এত দূরের বস্তু খুব একটা স্পষ্ট দেখার কথা নয় কিন্তু এটা জেমস ওয়েব টেলিস্কোপ। এটাই তার ম্যাজিক।