চমক, এক 'ক্লিকে' জানা গেল ৪৬০ কোটি বছর আগের মহাবিশ্বের কথা

নাসা এক নতুন তথ্য আবিস্কার করেছে। এবং সেই তথ্য তাঁরা দিচ্ছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবি থেকে। ওই ছবি টেলিস্কোপের তোলা প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি। সেটাই প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ছবি দিচ্ছে প্রায় ৪৬০ কোটি বছর আগের তথ্য। ছবি বলছে অনেক গুলি ছায়াপথ রয়েছে যা বিগ ব্যাং-এর পর তৈরি হয়েছিল।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে প্রথম তোলা ছবিগুলোর একটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । হোয়াইট হাউসে তা প্রকাশ করা হয়। মহাবিশ্বের এখনও পর্যন্ত যা ছবি পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে গভীরতম দৃশ্য ধরা পড়েছে এই ছবিতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাজেমস ওয়েবে তোলা আরও কয়েকটি ছবি মঙ্গলবার প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

এই ছবি প্রকাশ করতে গিয়ে জো বাইডেন বলেন, 'এও ছবিগুলি বিশ্বকে মনে করিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র মাহাকাশ নিয়ে কত বড় বড় কাজ করতে পারে। এটা এও বলে দেয় যে আমরা পারি না এমন কিছুই নেই।'

হাবল টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি । জেমস ওয়েবের তোলা ওই ছবির বিশেষত্ব হল এটাই যে- এটি ৪৬০ কোটি বছর আগের সুদূর মহাবিশ্বের ছায়াপথের ছবি তুলে এনেছে। এটি মানবজাতির ইতিহাসে মহাকাশের গভীরতম ও সবচেয়ে সুস্পষ্ট ছবি।

‘ডিপ ফিল্ড ইমেজ' কী ?

যখন মহাবিশ্বের কোনও অংশের ছবি দীর্ঘ সময় নিয়ে তোলা হয় তাকে 'ডিপ ফিল্ড ইমেজ' বলে। জেমস ওয়েবের এই ছবি সাড়ে বারো ঘণ্টা ধরে তুলেছে। নাসার আগের হাবল টেলিস্কোপ যেসব জ্যোতিষ্ক দেখতে পেত না, সেগুলি এখন খুব সহজেই জেমস ওয়েবের ক্যামেরা দেখিয়ে দিয়েছে।

জেমস ওয়েব টেলিস্কোপের লক্ষ্য?

জেমস ওয়েব টেলিস্কোপের লক্ষ্য হল মহাকাশে থাকে সবচেয়ে পুরনো ছায়াপথগুলোর ইতিহাস ও বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। জেমস ওয়েবের ১০ বছরের মিশনটি ছয় মাস ধরে চলছে বলে জানা গিয়েছে।

কী দেখা যাচ্ছে ছবিতে ?

বেশি উজ্জ্বল ও লম্বাটে দাগগুলি পৃথিবী যে গ্যালাক্সিতে রয়েছে তার প্রতিবেশী তারকা। এ ছাড়া অন্য আলোকবিন্দুগুলি হল একেকটি ছায়াপথ। এগুলো দেখলে মনে হবে তাঁরা কিন্তু আদতে এগুলি কোনওটাই তারা নয়।

৪৬০ কোটি বছর আগের ছবি?

পৃথিবীর মানুষ কখনও সূর্যকে রিয়েল টাইমে দেখতে পায় না। দেখে ৮ মিনিট ১৮ সেকেন্ড আগের সূর্যের দৃশ্য। কারণ সূর্য থেকে আমাদের চোখে যে আলো এসে পৌঁছায় সেটা আট মিনিট ১৮ সেকেন্ড সময় নেয়। তাই সেই অনুযায়ী বিজ্ঞানীরা অঙ্ক কষে বলছএন যে ছবিটিতে ছায়াপথগুচ্ছ থেকে যে আলো এসে পৌঁছেছে সেটা হয়ে ৪৬০ কোটি বছর সময় লেগেছে। এত দূরের বস্তু খুব একটা স্পষ্ট দেখার কথা নয় কিন্তু এটা জেমস ওয়েব টেলিস্কোপ। এটাই তার ম্যাজিক।

More NASA News  

Read more about:
English summary
nasa came up with a first webb telescope image which tales 460 year old stories of world
Story first published: Tuesday, July 12, 2022, 12:46 [IST]