ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জন্য কাজটা খুব একটা সহজ হবে না মনে করেন পাকিস্তানের তারকা পেসার

টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোটা খুব একটা সহজ হবে না পাকিস্তানের এমনটাই মনে করেন কিংবদন্তি পেসার শোয়েব আখতার। টি-২০ বিশ্বকারপের গত সংস্করণে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ওই বারই প্রথম বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছিল পাক বাহিনী। শাহিন আফ্রিদি'র দুরন্ত বোলিং-এর সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় দল।

ভারতকে কম রানে আটকে দেওয়ার সৌজন্যে সহজেই এই ম্যাচ বের করে নিয়েছিল পাকিস্তান। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের দুরন্ত যুগলবন্দীতে দুর্দান্ত জয় তুলে নেয় পাকিস্তান। তবে, শোয়েব আখতার বিশ্বাস করেন করেন এ বার কাজটা সহজ হবে না পাকিস্তানের জন্য। ২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ক্রিকেট পাকিস্তানকে শোয়েব বলেছেন, "আরও বেশি শক্তি সঞ্চয় করে এবং পরিকল্পনা করে এ বার পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। ফলে এ বার টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানো সহজ হবে না পাকিস্তানের জন্য।" তাঁর আরও সংযোজন, "এই ম্যাচের ফলাফল আগে থেকে বলে দেওয়া কঠিন কিন্তু পাকিস্তানের উচিৎ দ্বিতীয় বোলিং করা কারণ মেলবোর্নের পিচ ফাস্ট বোলারদের জন্য মারাত্মক পেস থাকে।"

২৩ অক্টোবর মেলবোর্নে রোহিত শর্মার নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এক লক্ষ সমর্থকদের সামনে খেলতে নামবে ভারতীয় দল। শোয়েব বিশ্বস করেন এই ম্যাচের সাক্ষী থাকার জন্য গ্যালারিতে উপস্থিত থাকবে গোটা স্টেডিয়াম।

২০২১ টি-২০ বিশ্বকাপে একমাত্র অধিনায়ক বিরাট কোহলি ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান রান পাননি এই ম্যাচে। বিরাট কোহলি করেছেন ৫৭ রান। ঋষভ পন্থের ব্যাট থেকে এসেছেন ৩৯ রান। শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন ৩টি উইকেট। হাসান আলি পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শাদাব খান এবং হ্যারিস রউফ। জবাবে ব্যাটিং করতে নেমে একটি উইকেটও হারায়নি পাকিস্তান। ৭৯ রানে অপরাজিত রয়েছেন মহম্মদ রিজওয়ান। ৬৮ রানে অপরাজিত রয়েছেন বাবর আজম।

More INDIA News  

Read more about:
English summary
Shoaib Akhtar feels the match against India in T20 World Cup will be difficult for India.
Story first published: Tuesday, July 12, 2022, 15:36 [IST]