রাহুল-আথিয়ার বিয়ে
রাহুল যখন চিকিৎসার জন্য জার্মানিতে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে গিয়েছিলেন প্রেমিকা আথিয়া শেট্টি। বিমানবন্দরে পাপারাৎজিরা রাহুল-আথিয়ার ছবি ক্যামেরাবন্দিও করেছিলেন। একই মধ্যে তুঙ্গে উঠেছে রাহুল-আথিয়ার বিয়ের জল্পনা। চোট সারিয়ে রাহুল মাঠে কবে ফিরতে পারবেন তা পরিষ্কার নয়। তবে টি ২০ বিশ্বকাপের দলে তিনি থাকবেন এ ব্যাপারে সংশয় নেই। আর সেই বিশ্বকাপের আগেই বড় কাজটা সেরে ফেলতে চলেছে রাহুল।
প্রেমপর্ব চলবে তিন বছরেরও বেশি
বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়ার সঙ্গে রাহুলের প্রেমপর্ব চলছে বছর তিনেকের বেশি সময় ধরে। আইপিএলে রাহুলের খেলা থাকলে গ্যালারিতে দেখা যেত আথিয়াকে। বছরখানেক আগেই দুজনের সম্পর্কের কথা জনসমক্ষে আসে। গত বছর আথিয়া ইংল্যান্ড সফর চলাকালীন রাহুলের সঙ্গেই ছিলেন। অহন শেট্টির তড়প ছবির স্ক্রিনিংয়েও শেট্টি পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল রাহুলকে। সুনীল শেট্টি-সহ পরিবারের সদস্যদের নিয়ে আথিয়া আইপিএল ম্যাচ দেখতেও হাজির থেকেছেন। আথিয়া ও রাহুল সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি মাঝেমধ্যেই পোস্ট করেও থাকেন।
রাহুলকে পছন্দ সুনীলের
গত এপ্রিল মাসে রাহুল-আথিয়ার বিয়ের জল্পনা ছড়ানোর পর সুনীল শেট্টি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আথিয়া আমার কন্যা। যথাসময়েই তাঁর বিয়ে হবে। আমার পুত্রেরও বিয়ে হবে। যত তাড়াতাড়ি হয় তত ভালো। তবে তাঁদের পছন্দের ব্যাপারটিও রয়েছে। লোকেশ রাহুলকে নিয়ে বলতি পারি, আমি তাঁকে ভালোবাসি। রাহুল-আথিয়া নিজেরাই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এখন সময় বদলেছে। আমার পুত্র ও কন্যা দুজনেই দায়িত্ব সম্পর্কে সচেতন। তাঁরাই নিজেদের বিয়ের সময় ঠিক করবেন, আমার আশীর্বাদ তাঁদের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, সেই সময় জানা যাচ্ছিল, রাহুল-আথিয়ার চার হাত এক হবে ডিসেম্বরে।
মুম্বইয়েই বিয়ে
যদিও অপর একটি সংবাদমাধ্যমের দাবি, রাহুল-আথিয়ার বিয়ে মুম্বইয়ে হবে তিন মাসের মধ্যেই। রাহুলের বাবা-মা সম্প্রতি মুম্বইয়ে আথিয়ার পরিবারের সঙ্গে দেখা করেছেন। রাহুল ও আথিয়া দ্রুতই যে বাড়িতে একসঙ্গে থাকবেন, পরিবারের লোকজনদের নিয়ে তাঁরা সেটির কাজ কতটা এগিয়েছে তা দেখেও এসেছেন। জমকালো অনুষ্ঠানই হবে। যার সব পরিকল্পনা আথিয়া নিজে করছেন।