সৌরভ-শেহওয়াগদেরও দলের বাইরে যেতে হয়েছিল, বিরাটকে বয়ে বেড়ানো নিয়ে ম্যানেজমেন্টকে নিশানা প্রাক্তন তারকার

বিরাট কোহলির ব্যর্থতার ইনিংস আরও বেড়েছে ইংল্যান্ডে। প্রথম দুই ম্যাচের মতোই তৃতীয় ম্যাচের ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১১ রান। ডেভিড উইলির বলে জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এই ম্যাচে ব্যর্থতার সৌজন্যে তিন ম্যাচের সিরিজে বিরাটের মোট রান ৩১। এখন দেখার এই ব্যর্থ ক্রিকেটারদের কতদিন ভারতীয় টিম ম্যানেজমেন্ট বয়ে নিয়ে যায় স্রেফ নামের সৌজন্য। তবে দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ বিশ্বাস করেন ফর্মে না থাকা ক্রিকেটারদের অবিলম্বে দল থেকে বাদ দেওয়া উচিৎ।

দেশের প্রাক্তন এক নম্বর পেসার নিজের মন্তব্যে উল্লেখ করেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ এবং জাহির খানের নাম। টুইট করে প্রসাদ বলেছেন, "একটা সময় ছিল যেখানে রেপুটেশন থাকলেও যদি সেই ক্রিকেটার পারফর্ম না করত তা হলে তাঁর বাদ দিয়ে দেওয়া হতো দল থেকে। সৌরভ (গঙ্গোপাধ্য়ায়), (বীরেন্দ্র) শেহওয়াগ, যুবরাজ (সিং), জাহির (খান), ভাজ্জি (হরভজন সিং)- প্রত্যেকেই দল থেকে বাদ পড়েছে যখন ফর্মে ছিল না। বাদ পড়ে ঘরে ক্রিকেট খেলে রান করে আবার পুরনো জায়গা ফিরে পেয়েছে এরা। দেখে মনে হচ্ছে মানদণ্ড আমূল বদলে গিয়েছে। সারা দেশে প্রচুর প্রতিভা রয়েছে, সেখানে শুধু রেপুটেশনের উপর খেলে যেতে পারে না। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার অনিল কুম্বলেকেও অনেক ম্যাচে বাইরে বসতে হয়েছিল। দীর্ঘ লাভের জন্য পদক্ষেপ প্রয়োজন।"

There was a time when you were out of form, you would be dropped irrespective of reputation. Sourav, Sehwag,Yuvraj,Zaheer, Bhajji all have been dropped when not in form. They have went back to domestic cricket, scored runs and staged a comeback. The yardsticks seem to have 1/2

— Venkatesh Prasad (@venkateshprasad) July 10, 2022

Changed drastically now, where there is rest for being out of form. This is no way for progress. There is so much talent in the country and cannot play on reputation. One of India’s greatest match-winner, Anil Kumble sat out on so many ocassions, need action’s for the larger good

— Venkatesh Prasad (@venkateshprasad) July 10, 2022

বিরাট কোহলিকে বাদ দিয়ে যোগ্য ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে যখন গোটা দেশের ক্রিকেটমহল জুড়ে সাওয়াল হচ্ছে তখন ভারত অধিনায়ক রোহিত শর্মা পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলির এবং সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। বিরাটের 'কোয়ালিটি'র প্রসঙ্গ তুলে এনেছেন বিরাট। তৃতীয় ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আপনি যদি ফর্মের কথা বলেন তা হলে প্রত্যেই ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। এতে এক জন খেলোয়াড়ের মানের উপর কোনও প্রভাব পড়ে না। ফলে এই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। এক জন ক্রিকেটার যখন এতগুলো বছর ধরে ভাল পারফর্ম করে আসছে সেখানে একটা বা দু'টো খারাপ সিরিজ তাঁকে খারাপ প্লেয়ার বানিয়ে দেয় ন। আমাদের কখনওই ওর অতীতের পারফরম্যান্স ভুলে যাওয়া উচিৎ নয়। দলের মধ্যে যাঁরা রয়েছেন তাঁদের প্রত্যেকেই গুরুত্ব আমরা জানি।"

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
A player can not only play on reputation need to take actin for better future says Venkatesh Prasad. Without mentioning Virat Kohli's name Prasad slams Management for caring the out of form cricketer.