অস্ট্রেলিয়াকে ইনিংসে হারিয়ে ভারতের অস্বস্তি বাড়াল শ্রীলঙ্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?

গলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চার দিনেই ইনিংস জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। সিরিজ শেষ হলো ১-১ অবস্থায়। এরপর পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট ঠিক করার ক্ষেত্রে। কেন না, আজ শ্রীলঙ্কার জয় পয়েন্ট তালিকায় বেশ কিছু রদবদল এনে দিয়েছে।

শ্রীলঙ্কার জয়

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৬৪ রান তুলেছিল। জবাবে আজ শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৫৫৪ রানে। ১৯৯২ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পাঁচ শতাধিক রান করল। ১৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন দীনেশ চান্দিমল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে তিনি দ্বিশতরান পেলেন। এরপর মাত্র ৪১ ওভারে ১৫১ রানেই শেষ হয়ে যায় অজিদের দ্বিতীয় ইনিংস। প্রভাত জয়সূর্য ১৬ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন ওভার-সহ ৫৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে তিনি ৩৬ ওভার বল করেছিলেন তিনটি মেডেন, ১১৮ রান খরচ করে তুলে নেন ৬ উইকেট। অভিষেক টেস্টে সেরা বোলিংয়ের নিরিখে শ্রীলঙ্কা ক্রিকেটের নয়া জয়সূর্যর কীর্তি রইল চতুর্থ স্থানে।

পয়েন্ট তালিকায় রদবদল

এই পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেল, সাফল্যের শতকরা হার ৭০। দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ সাফল্যের হারের দৌলতে দখল করল শীর্ষস্থান। শ্রীলঙ্কা উঠে এলো তিনে, তাদের সাফল্যের হার ৫৪.১৭ শতাংশ। চারে পাকিস্তান (৫২.৩৮ শতাংশ)। ভারত নেমে গেল পঞ্চম স্থানে (৫২.০৮ শতাংশ)। এই পরিস্থিতিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব বাড়ল অনেকটাই। এজবাস্টন টেস্টে ভারত হেরে যাওয়া তিনে উঠে এসেছিল পাকিস্তান, ভারত ছিল চারে। ফের এক ধাপ নামতে হলো গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার-আপদের।

শিক্ষা নিচ্ছেন কামিন্সরা

এই হার থেকে শিক্ষা নিয়েই ভারত সফরে ভালো পারফরম্যান্স করতে চাইছে অজিরা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতে চার টেস্টের সিরিজ খেলতে আসবে অজিরা। গল টেস্টে চান্দিমল যখন ৩০ রানে ব্যাট করছিলেন তখন রিভিউ হাতে না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেনি অজিরা। সেই চান্দিমল দুশোর বেশি রান করে যান। প্রথম ইনিংসে চারশো রান করা উচিত ছিল বলেও মনে করছেন কামিন্স।

কে খেলবে কাদের বিরুদ্ধে?

ভারত চলতি বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে, তারপর অস্ট্রেলিয়া সিরিজ। ইংল্যান্ড অগাস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে দেশে মাটিতে। নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিসেম্বর-জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলে ভারতে আসবে। আগামী মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ রয়েছে।

More INDIA News  

Read more about:
English summary
India In Trouble In The Race To Reach ICC WTC Final After Sri Lanka Beat Australia In The 2nd Test. Sri Lanka Now At Third Spot, India At Fifth, Australia Slipped To Second Position.
Story first published: Monday, July 11, 2022, 21:00 [IST]