মহিলা হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। রবিবার ক্রসওভার ম্যাচে স্পেনের বিরুদ্ধে পরাজিত হয়ে ছিটকে গেল ভারত। শেষ মুহূর্তে গোলটি হজম করে ভারতীয় মহিলা দল। ম্যাচে স্পেনের পক্ষে খেলার ফল ১-০। ম্যাচের একমাত্র গোলটি চতুর্থ কোয়ার্টারে আসে। ৫৭ মিনিটে গোলটি করেন মার্তা সেগু। এই ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিল স্প্যানিশ মহিলা দল।
এ দিন ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক সবিতা পুনিয়া বলেছেন, "ম্যাচটা কঠিন ছিল। উভয় দলই প্রায় সমান সুযোগ তৈরি করতে পেরেছিল। কিন্তু আমরা সেই সুযোগগুলো কনভার্ট করতে পারিনি যেটা ওরা কনভার্ট করে চলেছে। এটা খেলার অঙ্গ, হতাশ আমরা। তবে, দল হিসেবে লড়াই করার চেষ্টা করেছি আমরা।" চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় দল খেলবে ৯-১৬'র স্থান অর্জানকরার ম্যাচে।
টোকিও অলিম্পিকে চতু্র্থ স্থান অর্জনকারী ভারতীয় মহিলা দল ছিল পুল 'বি'তে। এই পুলকে বলা হয়েছিল গ্রুপ অফ ডেড। বিশ্বকাপের শুরু থেকেই ধাক্কা খায় ভারত। ব্রিটেনের কাছে ১-১ গোলে ড্র করে ভারত, দ্বিতীয় ম্যাচে চিনের সঙ্গে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ, তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে দেওয়ালে ভারতের পিঠ ঠেকে যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় দল পরাজিত হয় ৩-৪ ব্যবধানে। এই ম্যাচে গোলের সংখ্যা আরও বাড়তে পারত যদি না সবিতা পুনিয়া গোল দূর্গে প্রাচীর হয়ে উঠতেন। একই রকম ভাবে ভারতের একাধিক মরিয়া প্রচেষ্টাকে রুখে দিয়েছেন স্পেনের গোলরক্ষক মেলানি গার্সিয়া। ১২ জুলাইয়ের ম্যাচে নবম স্থান অর্জনকারী ম্যাচে কানাডাকে পরাজিত করলে নয় নম্বরে শেষ করবে ভারতীয় মহিলা হকি দল। এ বার ক্রস ওভারে হারতে হলেও গতবার হকি বিশ্বকাপে ক্রস ওভারে জিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল ভারতীয় মহিলা হকি দল।