'উনি বাইরে থেকে দেখছেন', বিরাটের সমর্থনে কপিল দেবের কথাকে ফুৎকারে উড়িয়ে দিলেন রোহিত

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেও ইংল্যান্ডের মধ্যে নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে ভাল করার প্রত্যয় যে ছিল তা প্রমাণ হয়েছে তৃতীয় ম্যাচে। সূর্যকুমার যাদবের ১১৭ রান স্বত্ত্বেও ভারতীয় দলকে ১৭ রানে পরাজিত করে ইংল্যান্ড। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২১ রান। সেখানে ওভারের শেষ তিন বলে দু'টি উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রিস জর্ডান।

বিরাটের ব্যর্থতা:

সূর্যকুমারের দুর্ধর্ষ পারফরম্যান্স যখন প্রশংসিত হচ্ছে সর্বত্র, সেখানে বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের নজির বর্ধিত হয়েছে আরও এক ম্যাচে। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দায়িত্বজ্ঞানহীন ইনিংস খেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত মাত্র ১১ রানে ডেভিড উইলির বলে জেসন রয়ের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। ডেভিড উইলির ওই ওভারের একটি চার এবং একটি ছয় মারার সময়ে বিরাটকে পুরনো ছন্দে দেখা যাচ্ছেল, ওভারের তৃতীয় বাউন্ডারি মারার সময় কভারে ক্যাচ দেন তিনি।

বিরাটের পাশে রোহিত:

তবে, চূড়ান্ত খারাপ সময়েও বিরাট কোহলি পাশে পেয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি জানিয়েছে, দলের একটি 'নিজস্ব চিন্তাধারা' রয়েছে। কপিল দেবের মন্তব্যের প্রসঙ্গে এই কথা বলেছেন রোহিত। কপিল দেব জানিয়েছিলেন, কোহলিকে ভাল পারফর্ম করতে হবে। রবিচন্দ্রন অশ্বিনকে যদি টেস্ট স্কোয়ড থেকে বাদ দেওয়া যেতে পারে তা হলে টি-২০ স্কোয়াড় দেখে সরানো যেতে পারে বিরাটকে।

উনি বাইরে থেকে দেখছেন:

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কপিল দেবের মন্তব্য প্রসঙ্গে রোহিত শর্মা বলেছেন, "উনি বাইরে থেকে খেলাটা দেখছেন এবং জানেন না ভিতরে কী হচ্ছে। আমাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে। আমরা নিজেদের দল বানাই এবং তার পিছনে থাকি। অনেক চিন্তাধারা কাজ করে এর পিছনে। আমরা ছেলেদের ব্যক করছি এবং তাঁদের আরও সুযোগ দিচ্ছি। ফলে এই বিষয়টা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। বাইরে কী হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, ভিতরে কী হচ্ছে সেটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যদি ফর্মের কথা বলেন তা হলে প্রত্যেকেই ভাল-মন্দ সময়ের মধ্যে দিয়ে যায়। এতে ক্রিকেটারের কোয়ালিটির তফাৎ হয়ে যায় না।"

তৃতীয় টি-২০ ম্যাচের সংক্ষিপ্তসার:

ট্রেন্ট ব্রিজে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২১৫/৭ রান তোল ইংল্যান্ড। ৩৯ বলে ৭৭ রান করেন ডেভিড মালান। ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। ভারতের হয়ে দু'টি করে উইকেট সংগ্রহ করেন হর্ষল প্যাটেল এবং রবি বিষ্ণোই। একটি করে উইকেট পান আভেষ খান, উমরান মালিক। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ১৯৮/৯ রানে। একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া কোনও ভারতীয় ব্যাটার নিজেকে মেলে ধরতে পারেননি। ৫৫ বলে ১১৭ রান করেন সূর্যকুমার। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পান রিস টপলি। দু'টি করে উইকেট পান ডেভিড উইলি এবং ক্রিস জর্ডান। একটি করে উইকেট পান রিচার্ড গ্লিসন এবং মঈন আলি।

More INDIA News  

Read more about:
English summary
Rohit Sharma backs Virat Kohli with stern response to Legendary Kapil Dev's comment. Kapil Dev said few days back that if Ravichandran Ashwin can be dropped from test squad then Virat Kohli also can be dropped from T20 squad.