Srilanka Crisis: রাষ্ট্রপতি ভবন থেকে মিলল লক্ষ লক্ষ টাকা'র নতুন নোট!

ইতিমধ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে আন্দোলনকারীরা। গত কয়েকমাস ধরে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে সে দেশ। বন্ধ স্কুল-কলেজ। জ্বালানির অভাবে স্তব্ধ পরিবহণ। দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। আর এর মধ্যেই শনিবার শ্রীলঙ্কার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। রাষ্ট্রপতি রাজাপক্ষের প্রাসাদ ঘিরে জ্বলে উঠে প্রতিবাদের আগুন। পরিস্থিতি বুঝে আগেই পালিয়েছেন রাষ্ট্রপতি রাজাপক্ষে। এমনকি ইস্তফা দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

রাজপ্রাসাদে লক্ষ লক্ষ টাকার খোঁজ

শনিবার রাষ্ট্রপতি রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। নিরাপত্তার'র ঘেরাটোপ উড়িয়েই আন্দোলনকারীরা সেখানে ঢুকে পড়ে। অবাধে ভাঙচুর চলে। যদিও কাউকে কাউকে প্রাসাদের সুইমিং পুলে নেমে স্নান করতেও দেখা যায়। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ব্যবহারের জিম থেকে নিজস্ব শোয়ার ঘরেই আন্দোলনকারীদের তছনছ করতে দেখা যায়। আর এর মধ্যেই রাষ্ট্রপতি ভবনে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে।

বিছানায় নোটের বান্ডিল পরে রয়েছে

শধু লক্ষ বললে ভুল বলা হবে। শ্রীলঙ্কার মুদ্রায় কয়েকশ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় মূল্যে যা ৩৯,৩২,৮৩৫.২২ টাকা। এই পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় সে দেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে সেই টাকা উদ্ধারের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিছানায় নোটের বান্ডিল পরে রয়েছে। দেশ যখন প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে জ্বলছে সেই সময় এই ঘটনায় প্রশ্নের মুখে রাষ্ট্রপতির ভূমিকা।

পুলিশ বিপুল এই নগদ উদ্ধার করেছে

জানা যাচ্ছে, ইতিমধ্যে পুলিশ বিপুল এই নগদ উদ্ধার করেছে। সেগুলিকে আদালতে জমা দেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, সেখানে একটি স্যুটকেসও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতি রাজাপক্ষে গোতাবা গত ৩১ শে মার্চ নিজের বাড়ি থেকে বেরিয়ে আসার পর শতাব্দী প্রাচীন এই প্রাসাদটিতে এসেই ওঠেন। আর সেখানেই বিদ্রোহীরা হামলা করেন।

পিছনের দরজা দিয়ে পালিয়েছেন?

জানা যায় বিক্ষোভকারীদের রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসলে বাড়ির পিছন থেকে পালিয়ে যান রাষ্ট্রপতি রাজাপক্ষে। এমনটাই খবর। নৌবাহিনীর এক আধিকারিক তাঁকে পালাতে সাহায্য করেছেন বলে খবর। শুধু তাই নয়, একটি গোপন দ্বীপে এই মুহূর্তে রাজাপক্ষে রয়েছেন বলে খবর। রাজাপাক্ষের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে অসংখ্য ব্যক্তিকে। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির চেয়ারে বসে ছবি শেয়ার করছে তারা। ১৩ জুলাই পর্যন্ত তাঁরা বিক্ষোভ দেখাতে থাকবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতির সচিবালয়েও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন স্পিকার।

'আমার কোনও শ্রমজীবী বন্ধু নেই, সবাই অভিজাত', সুনকের পুরনো মন্তব্যে সোশ্যাল মাধ্যমে নিন্দার ঝড়'আমার কোনও শ্রমজীবী বন্ধু নেই, সবাই অভিজাত', সুনকের পুরনো মন্তব্যে সোশ্যাল মাধ্যমে নিন্দার ঝড়

More SRI LANKA News  

Read more about:
English summary
Protesters of sri Lanka found new notes of 50,000 dollar at President's home