ভাইয়ের দেহ নিয়ে রাস্তার পাশে ৮ বছরের দাদা! অসহায়তা আর উদাসীনতার ছবি বিজেপি শাসিত রাজ্যে

একটা সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ছোট্ট শরীরটা। হাতটা রয়েছে বেরিয়ে। মাথা রয়েছে তারই দাদার কোলে। ভোপালের রাস্তার ধারে এমনই এক অসহায় আর করুণ ছবি উঠে এসেছে। প্রসঙ্গত ভোপালের হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক পুলিশ অফিসার তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন।

অসুস্থ ছিল শিশুটি

ভোপাল থেকে ৩০ কিমি দূরের আম্বারা বদফরা গ্রামের বাসিন্দা পূজারাম যাতভ তাঁর দুই বছরের ছেলেকে অসুস্থ অবস্থাতেই হাসপাতালে নিয়ে এসেছিলেন। সে অ্যানিমিয়া ও অ্যাসাইটসে ভুগছিল বলে জানিয়েছিলেনচিকিৎসকরা। এক্ষেত্রে লিভারের সমস্যার কারণে জল জমে যাওয়ার কারণে পেট ফুলে গিয়েছিল। ভোপালের হাসপাতালে মারা যায় সে। আর যে অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে এসেছিল, তা তাদের নামিয়েই ফিরে যায়।

লাশ নিয়ে যাওয়ার পয়সা নেই

পূজারাম যাতভ ছোট ছেলের লাশ গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কেননা যে টাকা লাগবে তা বহন করার ক্ষমতা তার নেই। হাসপাতালে কর্মীদের কাছে একটি গাড়ির জন্য অনুরোধও করেছিলেন তিনি,যাতে লাশ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু তিনি তা পাননি। হাসপাতাল জানিয়ে গিয়েছে গাড়ি নেই। আর গাড়ির ব্যবস্থা করতে হলে তার জন্য পূজারামকে টাকা দিতে হবে।

গাড়ি খুঁজতে রাস্তায়

পূজারাম যাতভ জানিয়েছেন, হাসপাতালের মধ্যে থাকা এক অ্যাম্বুলেন্স তার কাছে ১৫০০ টাকা চেয়েছিল। কিন্তু চার সন্তানের বাবার এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। সেই কারণে ছোট ছেলে রাজার লাশ নিয়ে হাসপাতাল ছাড়েন পূজারাম। গুলশানকে ছেড়ে মোরেনার নেহরু পার্কের সামনে যান, যদি সেখান থেকে কম টাকার কোনও গাড়ি পাওয়া যায়। অন্যদিকে আধঘন্টারও বেশি সময় ধরে গুলশান বসে আছে বাবার ফিরে আসার আশায়, মৃত ভাইয়ের দেহ কোলের ওপরে রেথে।

পুলিশের সাহায্যে অ্যাম্বুলেন্স যোগার

রাস্তার ধারে মৃত ভাইকে আগলে থাকা বছর আটের গুলশানের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। একটা সময় বেস কয়েকজন ভিড় করেন সেখানে। নজর যায় পুলিশের। সেই সময় পুলিশ অফিসার যোগেন্দ্র সিং, লাশটি তুলে নিয়ে গুলশানকে সঙ্গে করে জেলা হাসপাতালে যান। সেখান থেকেই পূজারাম এবং তাঁর ছেলেদের বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

অমিত শাহ রাষ্ট্রনায়ক! কংগ্রেসের প্রভাবশালী নেতার প্রশংসায় দলবদল জল্পনা তুঙ্গেঅমিত শাহ রাষ্ট্রনায়ক! কংগ্রেসের প্রভাবশালী নেতার প্রশংসায় দলবদল জল্পনা তুঙ্গে

More BHOPAL News  

Read more about:
English summary
MP boy Gulsan with his death brother on Bhopal Street side as his father not been arrange money to back village home.