টি ২০ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ভারতের দরকার ২১৬, পন্টিংয়ের কোন বিশ্বরেকর্ড স্পর্শের মুখে রোহিত?

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি ২০ আন্তর্জাতিক সিরিজ জয় নিশ্চিত করতে ভারতের প্রয়োজন ২১৬ রান। আর তা হলেই রোহিত শর্মা স্পর্শ করে ফেলবেন রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড। অধিনায়ক হিসেবে টানা ২০টি ম্যাচ জয়ের নজির রয়েছে পন্টিংয়ের। গতকাল বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করার সৌজন্যে রোহিত অধিনায়ক হিসেবে টানা ১৯টি ম্যাচ জিতেছেন। আজ জিতলেই ধরে ফেলবেন পন্টিংকে।

পন্টিংকে ছুঁতে পারবেন রোহিত?

২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া টানা ২০টি ম্যাচে জিতেছিল। তার মধ্যে বিশ্বকাপেই টানা ১১টি, সেবার অজিরা অপরাজেয় থেকে ঘরে তুলেছিল বিশ্বকাপ। রোহিতের নেতৃত্বে ভারত যে টানা ১৯টি ম্যাচ জিতেছে তার মধ্যে ১৪টিই টি ২০ আন্তর্জাতিকে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায়। এরপর ওয়েস্ট ইন্ডিজকে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজে ৩-০ ও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে ২-০ ব্যবধানে। রোহিতের অধিনায়ক হিসেবে টানা ১৯টি জয়ের মধ্যে রয়েছে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের সাফল্যও।

ইংল্যান্ড ২১৫

আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে। ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে সর্বাধিক ৭৭ রান করেছেন ডেভিড মালান। ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। চতুর্থ ওভারের চতুর্থ বলে দলগত ৩১ রানের মাথায় আবেশ খানের বলে বোল্ড হন বাটলার। ৯ বলে ১৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ইংল্যান্ড তোলে ৫২ রান, ১টি উইকেট খুইয়ে। অষ্টম ওভারের প্রথম বলেই জেসন রয়কে ফেরান উমরান মালিক। ২৬ বলে ২৭ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটি পড়ে ৬১ রানে। ফিল সল্ট ৬ বলে ৮ রানের বেশি করতে পারেননি। ৯.৩ ওভারে তিনি দলগত ৮৪ রানের মাথায় হর্ষল প্যাটেলের বলে বোল্ড হয়ে যান।

মালান-লিভিংস্টোন জুটি ভরসা দিল

এরপর ৪৩ বলে ৮৪ রানের পার্টনারশিপ গড়েন ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ড ৭ থেকে ১৫ ওভারের মধ্যে তোলে ১০০ রান, দুই উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড ৪ উইকেট খুইয়ে ৬৩ রান তুলতে সক্ষম হয়। ১৭তম ওভারে মালানকে আউট করার পরের বলেই মঈন আলিকে গোল্ডেন ডাক সহযোগে সাজঘরে পাঠান রবি বিষ্ণোই। ৯ বলে ১৯ রান করেন হ্যারি ব্রুক। ৩ বলে ১১ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন ক্রিস জর্ডন।

বিষ্ণোই-হর্ষলের দুটি করে উইকেট

রবি বিষ্ণোই ৪ ওভারে ৩০ ও হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুটি করে উইকেট দখল করেছেন। উমরান মালিক একটি উইকেট পেলেও ৪ ওভারে ৫৬ রান দেন। আবেশ খান ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৪৫ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

More ROHIT SHARMA News  

Read more about:
English summary
Rohit Sharma Needs One Win As Captain To Equal Ricky Ponting's Record. India Need 216 Runs To Win Against England To Clinch The T20I Series 3-0.