রবিবারের আপডেট
রবিবার সকাল ৮টায় দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮,২৫৭টি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের ১৮,৮৪০টির চেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে এমন তথ্যই মিলেছে। দেশটি গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৬২২ টি সক্রিয় অ্যাক্টিভ কেস রেকর্ড করা হয়েছে, মোট অ্যাক্টিভ কেস১ লক্ষ ২৮ হাজার ৬৯০ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
বিভিন্ন শহরের করোনা আপডেট
দিল্লি শনিবার ৫৪৪ টি নতুন করোনভাইরাস কেস রিপোর্ট করেছে, ৩.৩৭ শতাংশ পজেটিভিটি সহ দু'জনের মৃত্যু হয়েছে। জাতীয় রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৬০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দিল্লিতে বর্তমানে ২২৬৪ অ্যাক্টিভ কেস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে শনিবার ২৭৬০ টি নতুন করোনভাইরাস কেস ধরা পড়েছে এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ এমনটাই জানিয়েছে। রাজ্যে মোট কেসের সংখ্যা বেড়ে ৮০ লক্ষ ০১ হাজার ৪৩৩ জনে পৌঁছে গিয়েছে এবং মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৯৭৬ জনে পৌঁছে গিয়েছে। প্রায় ২৯৩৯ জন রোগী সুস্থ হয়েছেন, সেরে ওঠার সংখ্যা ৭৮ লক্ষ ৩৪ হাজার ৭৮৫ জন হয়ে গিয়েছে।
বাংলায় করোনা
দেশের মতোই পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন প্রায় এখন ৩ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন। পজেটিভিটি রেট ১৫ শতাংশ পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
হেলথ কমিশনের প্রকাশিত তথ্য
রবিবার ন্যাশনাল হেলথ কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চীন ৯ জুলাই ৪২০ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে, যা এক দিন আগে ৪৫৫ থেকে কম হয়েছে। মোট ৩১৯ টি উপসর্গবিহীন সংক্রমণ হয়েছে, যা চিন আলাদাভাবে গণনা করে। এর মধ্যে ৭৬ জন বাইরে থেকে এসে আক্রান্ত হয়েছেন। বাকিরা স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা। সাংহাইতে এই বছরের শুরুর দিকে চিনের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছিল। একটি দিন আগে যথাক্রমে ১১ এবং ৪৮ এর তুলনায় নয়টি উপসর্গযুক্ত কেস এবং ৫২টি উপসর্গবিহীন কেস রিপোর্ট করা হয়েছে।