বিরাট কোহলিকে এবার কটাক্ষ জেমস অ্যান্ডারসনের। জনি বেয়ারস্টোকে এজবাস্টন টেস্ট চলাকালীন কোহলির স্লেজিং প্রসঙ্গে। উল্লেখ্য, বিরাট কোহলির স্লেজিংয়ের জবাবে আগ্রাসী ব্যাটিং শুরু করে প্রথম ইনিংসে শতরান হাঁকান বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসেও করেন ম্যাচ জেতানো শতরান। বিবিসির টেলএন্ডারস পডকাস্টে সেই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন অ্যান্ডারসন।
ঘটনার সূত্রপাত এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে। বেয়ারস্টো কোহলিকে কিছু বলেছিলেন। পাল্টা জবাব দিতে এগিয়ে আসেন কোহলি। বেয়ারস্টোকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও আগ্রাসী মেজাজ দেখান বিরাট। বেয়ারস্টোকে কোহলি বলেছিলেন, কথা না বলে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে। অন-ফিল্ড আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটলবরোকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হস্তক্ষেপ করতে হয়। ওই ঘটনার পর শতরান হাঁকিয়ে বেয়ারস্টো নিজে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে চাননি। তাঁদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা কিংবা দেশের হয়ে দুজনের সেরাটা দেওয়ারই কথা উঠে এসেছিল তাঁর কথায়। কিন্তু বিষয়টি যে তাতে থেমে থাকেনি তা স্পষ্ট হয়েছে অ্যান্ডারসনের খোঁচায়। তবে বেয়ারস্টো নিজে আর কিছু বলেননি এ ব্যাপারে।
It's tense out there between Virat Kohli and Jonny Bairstow 😳#ENGvIND pic.twitter.com/3lIZjERvDW
— Sky Sports Cricket (@SkyCricket) July 3, 2022
ইংল্যান্ডের ৮৩ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। বিরাট কোহলির স্লেজিং বেয়ারস্টোকে কতটা তাতিয়ে দেয় তা সেদিনই দেখা গিয়েছিল। তখন ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৯৭। বেয়ারস্টো ব্যাট করছিলেন ৬১ বলে ১৩ রানে। কোহলির স্লেজিংয়ের জবাব ব্যাট হাতেই দেন বেয়ারস্টো। পরের ৮৭ রান করেন মাত্র ৫৮ বলে। ১১৯ বলে পূর্ণ করেছিলেন শতরান। অ্যান্ডারসন কোহলির স্লেজিংয়ের পর বেয়ারস্টোর স্ট্রাইক রেটের কথা মনে করিয়ে বলেন, স্লেজিংয়ের আগে স্ট্রাইক রেট যেখানে ছিল ২০-র আশেপাশে, সেটিই তারপর গিয়ে দাঁড়ায় ১৫০-এ। লাঞ্চের সময় বেয়ারস্টো ড্রেসিংরুমে বলেন, কখন এ সব বন্ধ করা শিখবেন ওঁরা? অ্য়ান্ডারসন তাই সতর্কবাণী দিয়ে বলেছেন, বেয়ারস্টোকে কিছু বলার আগে সকলেরই দুবার ভাবা উচিত।
এদিকে, জনি বেয়ারস্টো জানিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগেই তাঁকে যে পাঁচে ব্যাট করতে হবে সে কথা জানিয়ে দিয়েছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। লর্ডস টেস্টের আগে দুটি নেট সেশন পেয়েছিলাম। লর্ডস টেস্টে ১ ও ১৬ রান করি। কিন্তু ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাই ট্রেন্টব্রিজে। উল্লেখ্য, সেই টেস্টে ১৩৬ রান করেন বেয়ারস্টো। যেভাবে ক্রিকেটারদের স্বাধীনতা দিয়েছেন ম্যাকালাম, টেস্টে ইংল্যান্ডের সাফল্যের সেটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বেয়ারস্টো।