উইম্বলডনে ইতিহাস গড়লেন এলেনা রাইবাকিনা। রাশিয়ার মস্কোতে জন্ম হলেও রাইবাকিনা এখন কাজাখস্তানের নাগরিক। প্রথম কাজাখ-কন্যা হিসেবে তিনি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন। ফাইনালে আজ তিনি হারিয়ে দিলেন বিশ্বের দুই নম্বর আরব-কন্যা ওন্স জাবেরকে। তাও আবার প্রথম সেটে পিছিয়ে পড়ার পর।
রাইবাকিনা এবারের উইম্বলডনে ছিলেন সপ্তদশ বাছাই। তিউনিসিয়ার জাবের তৃতীয় বাছাই। দুজনেই প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নেমেছিলেন। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নিয়েছিলেন জাবের। কিন্তু পরের সেটে দারুণ কামব্যাত করেন রাইবাকিনা, জেতেন ৬-২ ব্যবধানে। নির্ণায়ক তৃতীয় সেটও একই ব্যবধানে জয়লাভ করে ইতিহাস গড়ে ফেলেন রাইবাকিনা। এই ম্যাচের আগে পর্যন্ত জাবের রাইবাকিনার বিরুদ্ধে তিনটি সাক্ষাতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। ২-২ করে রাইবাকিনা জিতলেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
The moment Elena Rybakina became a Wimbledon champion 👏 #Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/gVCU9oqxx5
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
উইম্বলডনে মহিলা সিঙ্গলস খেতাবজয়ীকে দেওয়া হয় ভেনাস রোজওয়াটার ডিশ। ২০১১ সালে পেত্রা কিভিটোভাই এতদিন পর্যন্ত ছিলেন উইম্বলডনে সর্বকনিষ্ঠ মহিলা চ্যাম্পিয়ন। সেই নজির এদিন ভেঙে দিলেন ২৩ বছরের রাইবাকিনা। ওপেন এরায় আফ্রিকার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। আরবের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে জাবেরের সামনে স্ল্যাম জয়ের হাতছানি ছিল। কিন্তু রাইবাকিনার কাছে হেরে গেলেন ফাইনালে। টানা ১১টি ম্যাচের পর জাবের পরাজয়ের সম্মুখীন হতে তাঁর স্বপ্নভঙ্গও হলো।
"I've never felt something like this"
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
Believe it, Elena - you're a Wimbledon champion 🏆#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/2p4wPqwxLr
ফাইনালে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিলেন জাবের। শুধু র্যাঙ্কিং বা বাছাইয়ের জন্যই নয়, দুরন্ত ফর্মে থাকার সুবাদেই। রাইবাকিনা ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা তথা প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে সেমিফাইনালে হারিয়ে। এদিন ফাইনালে জাবেরের বিরুদ্ধে প্রথম সেটে একটিও সার্ভ ব্রেক করতে পারেননি, তবে পরের দুটি সেটে দাপট দেখানোর পাশাপাশি চারবার প্রতিপক্ষের সার্ভ ব্রেক করেছেন। খেতাব জয়ের পর রাইবাকিনা বলেন, আমি ভাষা হারিয়েছি! খেলার আগে সুপার নার্ভাস ছিলাম। ম্যাচের সময়েও। তবে শেষ অবধি জিততে পেরে খুবই খুশি। এমন অনুভূতি আগে কখনও হয়নি। ওন্সকেও ধন্যবাদ জানাব। অনবদ্য ম্যাচ খেললাম। ওন্স শুধু জুনিয়রদের কাছে নন, সকলেরই অনুপ্রেরণা। জাবেরের বিরুদ্ধে খেলা যে তিনি দারুণ উপভোগ করেছেন সে কথা জানাতেও ভোলেননি উইম্বলডনের নয়া চ্যাম্পিয়ন। কাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে নজর থাকবে নোভাক জকোভিচের দিকে। জকোভিচ ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। কির্গিয়সকে কাল হারালে জোকার রজার ফেডেরারকে পিছনে ফেলে রাফায়েল নাদালের সঙ্গে স্ল্যাম জয়ের ব্যবধান কমাতে পারবেন।