ওপেনিং জুটিতে ২৯
আজ ভারত ও ইংল্যান্ড নিজেদের মধ্যে ২০তম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলছে। পারস্পরিক দ্বৈরথে ভারত ১৯টির মঘ্যে ১০টি ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে রয়েছে। দুই দলের মধ্যে পারস্পরিক শেষ তিনটি টি ২০ সিরিজও ভারতই জিতেছে। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারত তোলে ২ উইকেটে ৬৬। মাঝের ওভার অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত ২টি উইকেট হারায়, রান ওঠে ৯১। যদিও শেষ পাঁচ ওভারে ভারত আরও ৪টি উইকেট হারায় এবং ৪১ রান তুলতে সক্ষম হয়।
পাওয়ারপ্লে-তে দুই উইকেট
২.৫ ওভারে ২৯ রানের মাথায় রোহিত শর্মা ১৪ বলে ২৪ রানে আউট হন। অপর ওপেনার ঈশান কিষাণ ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি। ভারতের দুই ওপেনারকেই ফেরান মঈন আলি। ৪.৫ ওভারে ৪৬ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ার পর জুটি বাঁধেন তিনে নামা দীপক হুডা ও সূর্যকুমার যাদব।
দুরন্ত ছন্দে হুডা
দীপক হুডা আয়ারল্যান্ডে শতরান হাঁকিয়েছিলেন, দুরন্ত ছন্দে ছিলেন। এদিন তাঁর ব্যাটিংয়ে শুরু থেকেই সেই ছন্দ ধরা পড়ছিল। আক্রমণাত্মক ব্যাটিংও চালিয়ে যেতে থাকেন। ৮.৪ ওভারে দলের ৮৯ রানের মাথায় হুডা আউট হন। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৩ রান করেন তিনি। দীপক হুডা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যেমন বিরাট কোহলির উপর চাপ বাড়বে, তেমনই তিনি অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারবেন।
ঝোড়ো সূর্য
হুডা ও সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন ক্রিস জর্ডন। ১১.৪ ওভারে সূর্যকুমার দলগত ১২৬ রানের মাথায় আউট হন। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে চারে নেমে সূর্য ১৯ বলের ৩৯ রানের ইনিংস খেলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৫.২৬। এরপর অক্ষর প্যাটেল যোগ্য সঙ্গত দিতে থাকেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক এদিন মাত্র ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন।
অনবদ্য হার্দিক
৬টি চার ও একটি ছয়ের সাহায্যে হার্দিক ৩৩ বলে ৫১ রান করেন, যা এদিন ভারতীয়দের মধ্যে সর্বাধিক। অক্ষর প্যাটেল ১২ বলে ১৭ ও দীনেশ কার্তিত ৭ বলে ১১ রান করেন। হর্ষল প্যাটেল তিন রান করে রান আউট হন। শেষ ওভারে ভারত দুটি উইকেট হারায়। অভিষেক ম্যাচে অর্শদীপ সিং ১ বলে ২ ও ভুবনেশ্বর কুমার ১ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের বোলিং
ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মঈন আলি ও ক্রিস জর্ডন। অধিনায়ক জস বাটলার এদিন সাতজন বোলার ব্যবহার করেন। জর্ডন চার ওভারে ২৩ রান দিয়ে ২টি এবং মঈন ২ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট পান। রিস টপলে চার ওভারে ৩৪ রান দিয়ে, টাইমাল মিলস ৩ ওভারে ৩৫ রান দিয়ে এবং ম্যাট পার্কিনসন ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। লিয়াম লিভিংস্টোন ১ ওভাপে ১৫ রান ও স্যাম কারান ২ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।