জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনে মার্কিন প্রাক্তন পুলিশ অফিসারকে ২১ বছরের কারাদণ্ড

এবার ২১ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হল প্রাক্তন এক মার্কিন পুলিশ অফিসারকে। অ্যাফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘন করার দায়ে দোষীসাব্যস্ত হয়েছিলেন ওই পুলিশ অফিসার। এবার তাঁর সাজা ঘোষণা করলেন ফেডারেল বিচারক। মিনিয়াপোলিসের প্রাক্তন ওই পুলিশ অফিসার তাঁকে হত্যার দায়ে ইতিমধ্যেই ২২ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

ইউএস ডিস্ট্রিক্ট জজ পল ম্যাগনুসন প্রাক্তন পুলিশ অফিসার ডেরেক শাভিনকে ফের কারাদণ্ডে দণ্ডিত করেন। তাঁকে ২০ থেকে ২৫ বছরের সাজা দেওয়ার আবেদন করা হয়েছিল। তারপর দীর্ঘ শুনানির পর ডেরেক শাভিনকে ২১ বছর কারাদণ্ড দেন। ২০২০ সালের ২৫ মে শ্বেতাঙ্ক জেরেক শাভিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিলেন। মিনিয়পোলিস কর্নারের বাইরে ফুটপাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে ৯ মিনিটেরও বেশি সময় ধরে শ্বাররোধ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

এবার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েজের লনাগরিক অধিকারী লঙ্ঘনেরও। সেই মামলা চলছিল আদালতে। এবার নাগরিক অধিকার লঙ্ঘনেরও দায় বর্তায় শাভিনের উপর শাভিনের অ্যাটর্নি ২০ বছরের সাজা চেয়েছিলেন। এই যুক্তিতেই তা চাওয়া হয়েছিল যে শাভিন এই ঘটনায় অনুতপ্ত।

বৃহস্পতিবার শুনানির সময় ডেরেক শাভিন বলেন, আমি অনুতপ্ত। আমি ফ্লয়েডের সন্তানদের জন্য শুভ কামনা জানাচ্ছে। তবে শাভিন সরাসরি ফ্লয়েডের পরিবারের কাছে সরাসরি ক্ষমা চাননি। তাঁর অনুশোচনার প্রকাশও ঘটেনি তাঁর বক্তব্যে। এরই মধ্যে তিনি সাজা ভোগ করছেন। হত্যার দায়ে তিনি সাড়ে ২২ বছরের কারাদণ্ড ভোট করছেন। এবার তার সঙ্গে যুক্ত হল নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে ২১ বছরের কারাদণ্ড।

শাভিনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাঁকে যেন মিনোসেট কারাগার থেকে ফেডারেল কারাগারে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি নিরাপদ থকাতে পারছেন না। ফেডারেল কারাগের তিনি অনেক নিরাপদ থাকতে পারবেন বলে দাবি করা হয়। বিচারক বলেন, বিশ্বাস ও দায়িত্বশীলতার কারণে তাঁর পদের অপব্যবহার করা হয়। ফ্লয়েডের উপর তিনি যে নিষ্ঠুরতা দেখিয়েছেন, তার জন্য এই সাজা তাঁর প্রাপ্য।

৪৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের উপর হাঁটু গেড়ে বসেছিলেন সাজাপ্রাপ্ত ওই পুলিশ অফিসার। প্রায় ৯ মিনিট এই অবস্থায় থাকার পর মৃত্যু হয় ফ্লয়েডের। এই হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই প্রাক্তন ওই পুলিস অফিসারকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের ফলে সারা বিশ্বে বর্ণবাদ ও পুলিস নিষ্ঠুরতায় বিক্ষোভ শুরু হয়।

More POLICE News  

Read more about:
English summary
A former police officer has been sentenced to 21 years in prison for violating civil rights.
Story first published: Friday, July 8, 2022, 10:54 [IST]