জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার শ্যুটার

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি শিনজো আবে। পশ্চিম জাপানের নারা জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সেখানে বক্তব্য রাখার সময় হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সন্দেহ ভাজনশ্যুটারকে গ্রেফতার করা হয়েছে।

জাপানের সংবাদ মাধ্যমে খবরে দেখানো হচ্ছে যে মারা গিয়েছেন শিনজো আবে। অনুষ্ঠান স্থলেই গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাঁর হার্টবিটও বন্ধ হয়ে গিয়েছে বলে খবরে দেখানো হচ্ছে। কিন্তু এখনও তাঁর মারা যাওয়ার খবর সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। তাঁকে এয়ার লিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জাপানের সংবাদ মাধ্যমগুলি জািনয়েছে যে শিনজো আবের হার্ট অ্যাটাকও হয়েছে সেসময়। নারা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছেন আধিকারীকরা তাঁকে।

সূত্রের খবর গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকও হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নাকি মারা গিেয়ছেন বলে জানিয়েছে। তবে এখনও সরকারি ভাবে তা সুনিশ্চিত করা হয়নি। করোনা পরিস্থিতির মধ্যেই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিনজো আবে। ২০২১ সালের অগস্ট মাসে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। জানা িগয়েছে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আততায়ীরা পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পর পর দুটি গুলি চালানো হয়েছিল। একটি গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও দ্বিতীয় গুলিটি সরাসরি বুকের মধ্যে লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, প্রথম গুলির শব্দ শোনা যায়নি। পরের গুলির শব্দ শোনা যায়। সভাস্থলে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তাঁরা জানিয়েছেন শিনজো বের গলা এবং বুক দিয়ে রক্ত বেরোচ্ছিল। সূত্রের খবর শিনজো আবের উপর হামলা চালাতে শট গান ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই শ্যুটারকে ধরে জেরা করা হচ্ছে।

More JAPAN News  

Read more about:
English summary
Japan's ex PM Shinzo Abe shot at