টেসলার কর্মীর গর্ভে জন্ম নিল ইলন মাস্কের যমজ সন্তান!‌ কে এই শিভন জিলিস জানুন

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সর্বদা খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নেই। সেই রেশ বজায় রেখেই এবার মাস্কের যমজ সন্তানের নাম প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, টেসলার কর্মচারী শিভন জিলিস ওই শিশুদের জন্ম দিয়েছেন।

কে এই শিভন জিলিস

শিভন জিলিস, মাস্কের ব্রেন চিপ বানানোর স্টার্টআপ নিউরালিঙ্কের সঙ্গেও যুক্ত রয়েছেন। ২০২১ সালের নভেম্বরে এই যমজ শিশু জন্মায় বলে জানা গিয়েছে।

ইলন মাস্কের এই যমজ সন্তানের কথা প্রকাশ্যে আসার পর মাস্ক তা অস্বীকার করেননি। বরং তিনি টুইট করে বলেছেন, '‌নিম্ন জনসংখ্যা সঙ্কটে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। জন্মহারে এই ধস এখনও পর্যন্ত মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ।'‌ এই নিয়ে ইলন মাস্কের সন্তানের সংখ্যা ৯-এ গিয়ে দাঁড়ালো। কানাডিয়ান গায়িকা গ্রিমস ও ইলনের দু'‌টি সন্তান রয়েছে এবং ইলনের প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচটি সন্তান আছে। আসুন জেনে নেওয়া যাক এই শিভন জিলিস আসলে কে।

জন্ম পরিচয়

শিভান জিলিস একজন কানাডিয়ান, মনে করা হয় তিনি ভারতীয়-পরিযায়ী মা ও ককেশিয় বাবার সন্তান।

কী নিয়ে পড়াশোনা করেছেন

শিভন অর্থনীতি ও দর্শন নিয়ে ইয়ালে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

নিউরালিঙ্কের বিশেষ প্রজেক্টের ডিরেক্টর

বর্তমানে শিভন জিলিস নিউরালিঙ্কের বিশেষ প্রজেক্টের ডিরেক্টর অফ অপরেশন পদে রয়ছেন। ২০১৭ সাল থেকে শিভন ইলন মাস্কের সংস্থায় কাজ করছেন।

টেসলার সঙ্গে যুক্ত

শিভন জিলিস একজন এআই বিশেষজ্ঞ যিনি টেসলার সঙ্গে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকল্প পরিচালক হিসেবেও যুক্ত ছিলেন।

শিভন–ইলন পরিচয়

জিলিসের সঙ্গে মাস্কের পরিচয় হয় সান ফ্রান্সিসকোর এআই ইন্ডাস্ট্রিতে, যেখানে জিলিসকে মাস্কের এআই সংস্থা ওপেন এআই-এর জন্য চাকরির প্রস্তাব দেওয়া হয়।

একাধিক সংস্থায় কাজ করতেন

কলেজের পড়াশোনা শেষ করার পর শিভন জিলিস আইবিএমে কর্মরত ছিলেন এবং এরপর তিনি ব্লুমবার্গ বেটায় প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ২০১১ সালে যোগ দেন, যেখানে তিনি ভেট মেশিন-প্রশিক্ষণ স্টার্ট আপে সহায়তা করতেন।

শিভন জিলিস আসলে কে তা নিয়ে রয়েছে রহস্য

কিছু কিছু রিপোর্টের দাবি টুইটারের সঙ্গে চুক্তির পর শিভন ওই কোম্পানির শীর্ষ কর্মীদের মধ্যে থাকতে পারেন।

ফোর্বসের তালিকায় নাম

শিভন জিলিস ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এবং লিঙ্কডইনের ৩৫ অনূর্ধ্ব ৩৫-এ তালিকাভুক্ত হয়েছে।

ইলনের ঢাল হয়ে দাঁড়ান শিভন

২০২০ সালে ইলন মাস্ক যখন টেসলাকে টেক্সাসে স্থানান্তর করে তখন শিভন জিলিস রক্ষা করেন মাস্ককে। কারণ সেই সময় ইলন মাস্ক ব্যাপকভাবে সমালোচিত হন।

ইলনের একাধিক প্রজেক্টে আগ্রহ প্রকাশ শিভনের

টুইটে শিভন জিলিস স্পেস এক্স সহ ইলন মাস্কের অন্যান্য প্রকল্পগুলিতে আগ্রহ প্রকাশ করেন।

ইলনের পদবি ব্যবহারের জন্য আদালতের দ্বারস্থ

৩৬ বছর বয়সি ওই কর্তা ইলনের ভরসাযোগ্য পরিধির একজন বলে পরিচিত। গত এপ্রিলেই তিনি এবং এলন তাঁদের যমজ সন্তানের পদবি হিসেবে ইলনের পদবি ব্যবহার করার জন্য আদালতে আবেদন করেছিলেন। অনুমান, সেই আবেদন পত্রটিই কোনওভাবে ফাঁস হয়ে খবর ছড়িয়েছে।

ছবি সৌ:টুইটার

কৌশানিকে কবে বিয়ে করছেন?‌ অবশেষে বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন বনি সেনগুপ্তকৌশানিকে কবে বিয়ে করছেন?‌ অবশেষে বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন বনি সেনগুপ্ত

More ELON MUSK News  

Read more about:
English summary
Who is Shivon Zilis, ‌belive to be mother of Elon Musk's twins baby
Story first published: Friday, July 8, 2022, 19:39 [IST]