হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সরানো হল বুলেট রেল প্রকল্পের প্রধানকে

কেন্দ্র সরকার ন্যশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচএসআরসিএল -এর প্রধান সতীশ অগ্নিহোত্রীকে বরখাস্ত করেছে। রেল বিকাশ নিগম লিমিটেডের প্রধান থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে বরখাস্ত করা হয়েছে। মুম্বই আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের জন্য এনএইচএসআরসিএল গঠন করা হয়েছে। রেলের শীর্ষস্থানীয় আধিকারিকরা জানিয়েছেন সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিকবার নিজের পদের অপব্যবহার করেছেন।

অনৈতিক উপায়ে সরকারি তহবিল বেসরকারি সংস্থায় সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২ জুন লোকপাল আদালতের একটি নির্দেশের পরেই কেন্দ্র সরকার অগ্নিহোত্রীকে বরখাস্ত করে। ২ জুন লোকপাল আদালত সিবিআইকে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮-এর অধীনে সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।

১২ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট লোকপাল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রেল বিকাশ নিগম লিমিটেডের প্রধান থাকার সময় তাঁর সঙ্গে বেসরকারি সংস্থাগুলোর কী সম্পর্ক ছিল, সেই বিষয়ে তদন্তের জন্য লোকপাল আদালত নির্দেশ দেয়।
এরপরেই রেলওয়ে বোর্ড ৭ জুলাই এনএইচএসআরসিএল -এর সচিবকে সম্বোধন করে একটি চিঠি পাঠায়।

সেখানে এনএইচএসআরসিএল -এর প্রধানের পদ থেকে সতীশ অগ্নিহোত্রীকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। অগ্নিহোত্রী ২০১৮ সালে রেল বিকাশ নিগমের পদ থেকে অবসর নেন। ২০২১ সালের জুলাই মাসে তিনি এনএইচএসআরসিএল -এর প্রধান হিসেবে ফের কর্মজগতে প্রবেশ করেন। এনএইচএসআরসিএল -এর প্রধানের দায়িত্ব রাজেন্দ্র প্রসাদকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ এই দায়িত্ব সামলাবেন।

রেলের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ, বেআইনি ভাবে বেরসকারি সংস্থাকে অনুমোদন, নিয়ম ভেঙে বেসরকারি সংস্থায় যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের ওই শীর্ষস্থানীয় আধিকারিক বলেন, অনৈতিকভাবে ১,১০০ কোটি টাকা সরিয়ে নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের অধীনে কৃষ্ণপত্তম রেল কোম্পানি লিমিটিডে পাঠিয়েছিলেন।

এক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপএক ছবিতে এক হাজারেরও বেশি ছায়াপথ, কামাল দেখাল জেমস ওয়েব টেলিস্কোপ

অভিযোগে বলা হয়, তাঁর ছেলে যখন এই সংস্থায় কাজ করতেন, তখনই এই ব্যাপক পরিমাণ অর্থ পদের অপব্যবহার করে সরানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিযোগ, রেল বিকাশ নিগম থেকে অবসর নেওয়ার পর কুলিং পিরিয়ডে থাকার সময় একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন। কুলিং পিরিয়ড হল কোনও সংস্থা থেকে অবসর নেওয়ার বা চাকরি ছাড়ার পর একটা সময় কাল, সেই সময় অন্য সংস্থায় চাকরি করা বা কোনও পদে যুক্ত হওয়া যায় না।

More BULLET TRAIN News  

Read more about:
English summary
Bullet train project chief fired due to corruption allegation