কত বছর বাচ্চার জন্যে কোন ভ্যাকসিন-
ওই কমিটি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাঁদের সুপারিশ বলছে পাঁচ থেকে ১২ বছর বয়সের বাচ্চার জন্যে Corbevax ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে ছয় থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্যে Covaxin ব্যবহার করার কথা বলা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, DCGI গত ২৬ এপ্রিল ভারত বায়োটেককে ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্যে Covaxin জরুরি পরিস্থিতিতে দেওয়ার কথা জানিয়েছিল। শুধু তাই নয়, DCGI -এর বিশেষজ্ঞ কমিটি পাঁচ থেকে ১২ বছর বয়সীদের বায়োলজিক্যাল ই কোভিড-১৯ ভ্যাকসিন Corbevax জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার সুপারিশ করে। এরপর সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর।
নজর সরকারের সিদ্ধান্তে
তবে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া নিয়ে একটা বিতর্ক রয়েছে। ডাক্তারদের একটা অংশের মতে, একটা সময় পর্যন্ত শিশুদের শরীরে অ্যাণ্টিবডি থাকে। যা সমস্ত রোগ থেকে তাঁকে রক্ষা করে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের প্র্যজিনিয়তা রয়েছে বলে দাবি ডাক্তারদের। তবে বিতর্ক থাকবেই। এই অবস্থায় সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবাই। অন্তত যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র বলছেন চিকিৎসকরা।
ইতিমধ্যে কমিয়ে আনা হয়েছে বুস্টারের সময়সীমা
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভ্যাকসিনেশন সংক্রান্ত পরামর্শদাতা বোর্ড National Technical Advisory Group on Immunisation সম্প্রতি দ্বিতীয় ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে আনার কথা জানায়। এর আগে নয় মাসের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়া'র কথা জানানো হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার নয় মাসের মধ্যে বুস্টার ডোজ নিতে হচ্ছিল। আর সেই সময়সীমাটাই এবার কমিয়ে আনা হল। যেখানে এবার থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার ছয়মাস অর্থাৎ ২৬ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ নিয়ে ফেলতে হবে।