অমরনাথে বড়সড় বিপর্যয়! পবিত্র গুহার পাশেই মেঘ ভাঙা বৃষ্টি'র খবর সামনে আসছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এনডিআরএফ, আইটিবিপির জওয়ানরা ইতিমধ্যে উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলেই জানা যাচ্ছে।
ইতিমধ্যে ঘটনার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরের রাজ্যপালের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়ে শাহ লিখেছেন, আমার প্রথম কাজ হচ্ছে প্রাণহানি ঠেকানো।
অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী Dr. Jitendra Singh পুরো উদ্ধারকাজের উপর নজর রাখছেন বলে সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছেন। এমনকি সবার সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও জানিয়েছনে তিনি।
#WATCH | J&K: Massive amount of water flowing turbulently after a cloud burst occurred in the lower reaches of Amarnath cave. Rescue operation is underway at the site pic.twitter.com/w97pPU0c6k
— ANI (@ANI) July 8, 2022
তবে এই ঘটনা সাড়ে পাঁচটা নাগাদ ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার সময় বহু মানুষের ভিড় ছিল। এমনকি তাবু খাটিয়ে বহু মানুষ ছিলেন বলে খবর। মেঘ ভাঙা বৃষ্টির জল নেমে আসতেই আতঙ্ক শুরু হয়ে যায়। এমনকি প্রাণে বাঁচতে রীতিমত হুড়োহুড়ি বেঁধে যায়। জলের তোড়ে কোনও মানুষ ভেসে গিয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকি আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সরকারি আধিকারিকরাও।
তবে ঘটনার সময় প্রবল বৃষ্টির হওয়ার কারণে উদ্ধারকাজে বেশ কিছু বেগ পেতে হয় বলে জানা যাচ্ছে। তবে পরিস্থিতি কিছুটা ঠিক হলেই একেবারে পুরো দমে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলেউ খবর। যদিও এই মুহূর্তে আটকে পড়া মানুষদের উদ্ধার করাটাই বড় চ্যালেঞ্জ। এমনটাই জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। প্রশাসনের তরফে হেল্প লাইন চালু করা হবেও বলেও জানা যাচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে জন মানসে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম আজতক জানাচ্ছে, আজ শুক্রবার প্রায় ৮ থেকে ১০ হাজার ভক্ত অমরনাথ যাত্রায় অংশ নিয়েছিলেন। আর এই যাত্রাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। আর এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এনডিআরএফের ডিজি অতুল গড়বাল জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টি'র খবর পাওয়া গিয়েছে। পবিত্র গুহার কাছেই একটি এনডিআরএফের টিম রয়েছে।
#WATCH | J&K: Visuals from lower reaches of Amarnath cave where a cloud burst was reported at around 5.30 pm. Rescue operation underway by NDRF, SDRF & other associated agencies. Further details awaited: Joint Police Control Room, Pahalgam
— ANI (@ANI) July 8, 2022
(Source: ITBP) pic.twitter.com/AEBgkWgsNp
সেটি তো বটেই, কাছাকাছি থাকা সমস্ত এনডিআরএফের টিমকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ কর্তা। তবে কতজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, এমনকি কেউ ভেসে গিয়েছি কিনা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ডিজি অতুল।