Sourav Ganguly Birthday: লন্ডনে রাজকীয় কায়দায় পালিত প্রিন্স অব ক্যালকাটার '৫০ নট আউট'

তিনি মহারাজ, ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়া কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন যে রাজকীয় কায়ায় পালিত হবে এটাই স্বাভাবিক। সৌরভের পঞ্চাশ বছরের জন্মদিন ঘিরে ইতিমধ্যেই শহরের বুকে হয়ে গিয়েছে একাধিক অনুষ্ঠান, মধ্যমণি মহারাজকে ঘিরে ভালবাসার জোয়াড় লক্ষ্য করা গিয়েছিল সেই প্রতিটা অনুষ্ঠানেই। বাংলা তথা গোটা ভারতের গর্ব এবং ক্রিকেটের ইতিহাসের সর্বাকালের অন্যতম সেরা নক্ষত্রের জন্মদিন রাজকীয় কায়দায় পালিত হল লন্ডনে।

লন্ডনের অভিজাত রেঁস্তোরায় পালিত সৌরভের জন্মদিন:

লন্ডনের অভিজাত রেঁস্তোরায় সৌরভের জন্মদিনকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন মহারাজ। কিংবদন্তি ভারত অধিনায়কের জন্মদিনে উপস্থিত ছিলেন প্রানের 'ছোট বাবু' সচিন তেন্ডুলকর, ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলিও। বিসিসিআই-এর সর্বময় কর্তার জন্মদিনে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লরাও। সৌরভের জন্মদিনের সমস্ত আয়োজন করেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

সৌরভের জন্মদিনে স্ত্রী অঞ্জলিকে নিয়ে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিনে সস্ত্রীক উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। প্রাণের বন্ধুর বিশেষ দিনে সচিন না থাকলেই তা অবাক করার মতো বিষয় হতষ ক্রিকেটের রেকর্ড বুকে এই মহাতারকা কত মাইলস্টোন গড়েছেন তার কোনও ইয়েত্তা নেই।

প্রিন্স অব ক্যালক্যাটরজন্মদিনে উপস্থিত ছিলেন বিসিসিআই আধিকারিকরাও:

ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে উপস্থিত ছিলেন বিসিসিআই-এর অন্যান্য আধিকারিকরাও। বিসিসিআই প্রেসিডেন্টের জন্মদিন পালনে খোশ মেজাজে পাওয়া যায় রজীব শুক্ল, জয় শাহকে।

বাবার জন্মদিনে উজ্জ্বল উপস্থিতি সৌরভ-কন্যার:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০ তম জন্মদিনে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের। স্ত্রী ডোনা এবং কন্যাকে নিয়ে বেশ আনন্দেই প্রি বার্থ ডে সেলিব্রেট করলেন মহারাজ।

মেন্যুতে একাধিক বৈচিত্র:

সৌরভের জন্মদিনের মেন্যুতে ছিল রকমারি আয়োজন। প্রায় দশ রকমের উপর ডেজার্ট, মিষ্টি ছাড়াও ছিল কন্টিনেন্টাল, সাব কন্টিনেন্টাল, সফট ড্রিসং, হার্ড ড্রিকং সহ অন্যান্য। এ ছাড়াও ছিল একাধিক ভিন্ন ধরনের খাবার।

জন্ম দিনের কেক:

সৌরভের জন্মদিনের কেকটিও দারুণ ভাবে সাজানো হয়েছিল। ক্যারেমেল এবং চকলেট দিয়ে বানানো কেকটির উপরে লেখা ছিল শুভ জন্মিন, তার উপর উজ্জ্বল ভাবে প্রজ্জ্বলিত ৫০ ক্যান্ডেল। কেকেটি ডেকরেট করা ছিল ব্লু বেরি, ব্ল্যাকবেরি এবং স্টবেরি তাঁর খেলোয়াড় জীবনের কিছু মুহূর্তের ছবিও ছিল কেকের ধারে।

MS Dhoni Birthday: স্ত্রী-কন্যাকে সঙ্গে দিয়ে লন্ডনে ৪১তম জন্মদিন পালন করলেন মাহি, দেখে নিন সেই ছবিMS Dhoni Birthday: স্ত্রী-কন্যাকে সঙ্গে দিয়ে লন্ডনে ৪১তম জন্মদিন পালন করলেন মাহি, দেখে নিন সেই ছবি

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Pre birthday celebration of Legendary Sourav Ganguly organised in London, Sachin Tendulkar, BCCI officials including Jay Shah and Closest friend's of Sourav attended the event. Dona Ganguly and Sourav's daughter Sana Ganguly have made all the planning to of thus event.