MS Dhoni Birthday: স্ত্রী-কন্যাকে সঙ্গে দিয়ে লন্ডনে ৪১তম জন্মদিন পালন করলেন মাহি, দেখে নিন সেই ছবি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক জন্মদিন সেলিব্রেট হয়েছে লন্ডনে। রাজকীয় কায়দায় আয়োজিত প্রিন্স অব ক্যালকাটার প্রাক জন্মদিন সেলিব্রেশনে স্ত্রী অঞ্জলিকে নিয়ে উপস্থিত ছিলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। বিসিসিআই প্রেসিডেন্টের প্রাক জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব জয় শাহ, কোষাধক্ষ্য অরুণ ধুমল, সহ সভাপতি রাজীব শুক্ল। সেই লন্ডনকেই নিজের জন্মদিন সেলিব্রেট করার ডেস্টিনেশন হিসেবে বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি। জীবনের ৪০টি বসন্ত কাটিয়ে ৪১ বছরে পা রাখলেন ঝাড়খন্ডের শ্রেষ্ঠ ক্রিকেটার।

প্রাক্তন ভারত অধিনায়ক জন্মদিন পালন করেন স্ত্রী সাক্ষী এবং মেয়েকে পাশে নিয়ে। এ ছাড়া ধোনির জন্মদিন সেলিব্রেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবরা। উপস্থিত ছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থও। রাঁচি থেকে উঠে আসা এই ক্রিকেটার ভারতকে নেতৃত্ব দিয়েছেন সাফল্যের সঙ্গে। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। ১৯৮১ সালে আজকের দিনই রাঁচিতে জন্মেছিলেন ধোনি। তাঁকে ভালবেসে ভক্তরা ক্যাপ্টন কুল বলে ডাকেন, আবার অনেকের কাছে তিনি স্রেফ মাহি।

Birthday celebration of MS Dhoni. Rishabh Pant attended the celebration of Mahi. pic.twitter.com/jjWgxogjt8

— Johns. (@CricCrazyJohns) July 7, 2022

ভারতের জার্সিতে ৯০টি টেস্ট ৩৫০টি ওডিআই এবং ৯৮টি টি-২০ ম্যাচ খেলে ধোনির মোট সংগৃহীত আন্তর্জাতিক রান ১৭২২৬। উইকেটের পিছনে দাঁড়িয়ে নিয়েছেন ৬৩৪টি ক্যাচ এবং স্প্ট্যাম্প করেছেন ১৯৫টি। ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইএসএল-এর ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। ২০০৮ থেকে চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন ধোনি। তাঁর নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। লন্ডনে থাকার ফলে কিছু দিন আগে উইম্বলডন দেখার জন্য অল ইংল্যান্ড ক্লাবেও গিয়েছিলেন তিনি। তাঁর একটি ছবি শেয়ার করা হয় উইম্বলডনের অফিসিয়াল টুইটার পেজে। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার দেশের জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মাহি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রীড়া জগতের অন্যতম সেরা টুর্নামেন্ট আইপিএল-এ খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।

Sourav Ganguly Birthday: লন্ডনে রাজকীয় কায়দায় পালিত প্রিন্স অব ক্যালকাটার '৫০ নট আউট'Sourav Ganguly Birthday: লন্ডনে রাজকীয় কায়দায় পালিত প্রিন্স অব ক্যালকাটার '৫০ নট আউট'

More MS DHONI News  

Read more about:
English summary
MS Dhoni celebrate 41st birthday in London with family. Close friends were also attended the party.