মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষের। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে নালিশ জানাতে রাজ্যপালের কাছে তৃণমূল। আজ বৃহস্পতিবার ব্রাত্য বসু নেতৃত্বে তৃণমূলের আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন।
শুধু তাই নয়, দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানানোর দাবিও জানান। কালী নিয়ে করা তৃণমূল সাংসদের বক্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। সেই সময় পালটা দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে সরব শাসক তৃণমূল।