India vs England T20I: সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল ভারত, অর্শদীপ সিংয়ের অভিষেক

তিন ম্যাচের টি ২০ সিরিজে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টি ২০ আন্তর্জাতিকে ভারত এখন বিশ্বের এক নম্বর দল, ইংল্যান্ড দ্বিতীয়। চলতি ইংল্যান্ড সফরে এজবাস্টনে ভারত টেস্টে পরাজিত হয়েছে। ফলে রোহিত শর্মার নেতৃত্বে সাদা বলের সিরিজে ভারত প্রত্যাঘাত করতে চাইবে। তবে এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার এই সিরিজের আগেই পাকাপাকিভাবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পেয়েছেন। ফলে সিরিজ হাড্ডাহাড্ডি হওয়ার অপেক্ষা।

রোহিত শর্মা করোনা আক্রান্ত থাকায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। আজকের ম্যাচে তিনিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। দেশের হয়ে আজ প্রথম ম্যাচ খেলবেন অর্শদীপ সিং। তাঁর হাতে জাতীয় দলের টুপি বা ক্যাপ তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব,হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং

ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, রিস টপলে, ম্যাট পার্কিনসন

More ROHIT SHARMA News  

Read more about:
English summary
India Have Won The Toss And Elected To Bat Against England In The First T20I In Southampton. India Are Playing First Ever T20I At This Ground, Arshdeep Singh Making T20I Debut.