ধড় থেকে শরীর আলাদা করে দেব, ‘‌কালী’‌ তথ্যচিত্রের পরিচালককে হুমকি হিন্দু সাধুর

ভারতীয় পরিচালক লীনা মণিমেকলাইয়ের '‌কালী'‌ তথ্যচিত্রের পোস্টারে মা কালী ধূমপান করছে দেখানো নিয়ে দেশজুড়ে উঠেছে বিতর্কের রেশ। ছবির পোস্টারে মা কালীকে এভাবে দেখানো নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এক হিন্দু সাধু পরিচালককে হুমকি দিয়ে বসলেন।

‘‌কালী’‌ তথ্যচিত্রের পরিচালককে হুমকি হিন্দু সাধুর

অযোধ্যার হনুমান গরহি মন্দিরের রাজু দাস মহন্ত পরিচালকের বিরুদ্ধে হুমকি জারি করে বলেন, '‌সাম্প্রতিক ঘটনাটি দেখুন। যখন নুপূর শর্মা সঠিক কথা বলেছিলেন তখন বিশ্বজুড়ে আগুন জ্বলেছিল। কিন্তু আপনারা সনাতন ধর্মকে অপমান করেত চান?‌ কি চাও, তোমারও ধড় শরীর থেকে আলাদা হয়ে যাক। এটাই কি তুমি চাও?‌'‌ '‌কালী'‌ তথ্যচিত্র পোস্টারের সমালোচনা করে রাজু দাস বলেন, '‌চলচ্চিত্র পরিচালক লীনার তথ্যচিত্র সনাতন ধর্ম ও হিন্দু দেব-দেবীকে অপমান করছে।'‌

প্রসঙ্গত, এই তথ্যচিত্রের ট্রেলারে দেখা গিয়েছে যে একজন মহিলা মা কালীর মতো পোশাক পরে রয়েছেন। ছবিতে তাঁকে সিগারেট খেতে দেখা গিয়ছে। ত্রিশূল ও কাস্তে কালী মায়ের স্বাভাবিক জিনিসের পাশাপাশি দেবীর প্রেক্ষাপটে রয়েছে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের গর্বের পতাকা। রাজু দাস মহন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই পরিচালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। তিনি এই সিনেমা মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে বলেছেন। হনুমান গরহির ওই সাধু বলেন, '‌এটা হতে দেওয়া যাবে না। আমি স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করেছি যে পরিচালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে এবং তাঁর সিনেমার মুক্তি বন্ধ করে দেওয়া হোক। যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে আমরা এমন পরিস্থিতির সৃষ্টি করব যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।'

মহন্ত রাজু দাস জানিয়েছেন যে পরিচালক যদি তাঁর সাহসীকতা দেখানোর জন্য ক্ষমা চান তবে এখনও তাঁকে ক্ষমা করা যেতে পারে। তিনি এও বলেন, '‌কিন্তু যদি সিনেমাটি মুক্তি পায়, তবে আমরা এমন পরিস্থিতির সৃষ্টি করব যেটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না।' ভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শরদ শুক্লাও এই সিনেমা মুক্তির ওপর নিষেধাজ্ডা জারি করতে বলেছেন। শরদ শুক্লা বলেন, '‌যারা এই ধরনের ওয়েব সিরিজ এবং ডকুমেন্টারি বানায় তাদের কারাগারে রাখা উচিত'‌। তিনি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চেয়েছেন। ‌ ‌

More RELIGION News  

Read more about:
English summary
In the poster of the documentary, the Hindu saint threatened the director for insulting Maa Kaali
Story first published: Wednesday, July 6, 2022, 11:09 [IST]