ফের তপ্ত রাজস্থান
বিজেপি নেত্রী নুপুর শর্মার নবীকে নিয়ে মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। বিদেশেও পৌঁছে গিয়েছিল তার আঁচ। এই নিয়ে প্রবল চাপে রয়েছে মোদী সরকার। এরই মধ্যে রাজস্থানে নুপুর শর্মার মন্তব্য নিয়ে ফের পারা চড়ল। এবার নবীকে অপমান করার অভিযোগে নুপুর শর্মার মুণ্ডুচ্ছেদের হুমকি দিয়েছেন আজমেঢ় দরগার খাদিম। গতকাল প্রায় মধ্যরাতে আজমেঢ় দরগার খাদিম সলমন চিশতিকে গ্রেফতর করে পুলিশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সলমন চিশতির হুমকির বার্তা।
কী বলেছেন সলমন চিশতি
আজমেঢ় দরগার খাদিম সলমন চিশতি তাঁর তিন মিনিটের ভিডিও বার্তায় বলেছেন, 'আমি আমার জন্মদাত্রী মায়ের নামে শপথ করছি প্রকাশ্যে আমি তাঁকে গুলি করে মারব। আমি আমার সন্তানদের নামে শপথ করে বলছি আমি তাঁকে গুলি করে মারব। এমনকী যে আমার কাছে তার মাথা এনে দিতে পারবে তাঁকে আমি আমার নিজের বাড়িটা দিয়ে দেব।' মুহুর্তে সেই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যাকে বলে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে সলমন িচশতিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা গিয়েেছ।
রাজস্থানে খুন
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় প্রকাশ্যে খুন হতে হয়েছে উদয়পুরের দর্জি কানহাইয়া লালকে। দুই মুসলিমসম্প্রদায়েক যুবক তাঁকে দোকানে গিয়ে গলাকেটে খুন করে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানে মুসলিম সংগঠনর সদস্য এই দুই যুবক। তাদের হেফাজতে নিয়ে জেরা করছে এনআইএ।
নুপুর শর্মার নিন্দায় সুপ্রিম কোর্ট
রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর নুপুর শর্মার তীব্র নিন্দা করেছে শীর্ষ আদালত। যাঁর বিতর্কিত মন্তব্যর জন্য দেশে একের পর এক নারকীয় কাণ্ড ঘটে চলেছে তার জন্য বিজেপি নেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিজেপি নেতারা আবার শীর্ষ আদালতের এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন। আদালত ভাবে কাউকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলতে পারেনা বলে প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতারা।