বার্ষিক আয় ৫০ লক্ষের বেশি হলে
কোনও ব্যক্তি অন্য কোনও আয় ছাড়াই যদি বেতনেই তিনি বছরের ৫০ হাজার টাকার বেশি আয় করেন, তাহলে তার জন্য ITR-1 নয়, ITR-2 সঠিক ফর্ম।
একাধিক বাড়ির সম্পত্তি থেকে আয়
যদি কারো একটি বাড়ির সম্পত্তি থাকে, তাহলে তাঁর জন্য সঠিক ফর্মটি হল ITR-1। যদি তাঁর একাধিক বাড়ির সম্পত্তি থাকলে তাহলে তিনি ITR-1 ভরতে পারবেন না।
আয় কৃষি থেকে
কৃষি থেকে আয় করযোগ্য না হলেও, যদি কৃষি থেকে কারও আয় ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে তাঁকে এব্যাপারে রিপোর্ট করতে হবে। এক্ষেত্রে ITR-1 ফাইল করা যাবে না।
তালিকাভুক্ত কোম্পানির ইক্যুইটিতে বিনিয়োগ
যদি কোনও বেতনভুক করদাতা তালিকাভুক্ত কোম্পানির ইক্যুইটির মালিক হন, তাহলে তাঁর ITR-1 ফাইল না করাই ভাল।
স্টক ও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারী
বেতনভুক করদাতা যদি শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে তিনি ITR-1 ফাইল করতে পারেন। তবে শেয়ার বিক্রি হয়ে গেলে কিংবা মিউচুয়াল ফান্ডগুলি ছেড়ে দিলে
তিনি ITR-1 ফাইল করতে পারবেন না। সেক্ষেত্রে তাঁকে ITR-2 কিংবা ITR-3 ফাইল করতে হবে।
কোম্পানির মালিক
যদি কোনও করদাতা কোনও কোম্পানির মালিক হন, সেক্ষেত্রে তিনি ITR-1 ফাইল করতে পারবেন না।
HUF পরিবারের সদস্য
যদি কোনও করদাতা হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হন, তাহলে তিনি ITR-1 ফর্ম ফাইল করতে পারবেন না।
ফ্রিল্যান্সিং থেকে আয়
কোনও সফটঅয়্যার পেশাদার অবসর সময়ে ফ্রিল্যান্সিং কিছু কাজ করে থাকেন। সেটা ব্যবসা কিংবা অন্য কোনও পেশা হতে পারে। সেই পরিস্থিতিতে ITR-1 ফাইল করা যাবে না। সেক্ষেত্রেসেই ব্যক্তি ITR-3 কিংবা ITR-4 ফাইল করতে পারবেন।
টিডিএস পেমেন্ট
যদি কোনও ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় 194N ধারার অধীনে ১ কোটি টাকার বেশি টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে তিনি ITR-1 ফর্ম পূরণ করতে পারবেন না।
ভারতের বাইরে সম্পদ
কোনও একজন উপার্জনকারী ব্যক্তি যিনি ITR-1-এর সব মানদণ্ড পূরণ করার পরেও দেশের বাইরে যদি তাঁর সম্পদ থাকে, তাহলে তিনি ITR-1 ফাইল করতে পারবেন না।