আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩১ জুলাই! যেসব কারণে করদাতা চাইলেই ITR-1 ফর্ম দাখিল করতে পারবেন না

২০২২-এর আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ হল ৩১ জুলাই। সেই কারণে উপার্জনকারী ব্যক্তিদের FY22 এবং AY23-এর মূল্যায়নের জন্য সামনের কয়েকটা দিন ব্যস্ত থাকতে হবে। তবে একথা উল্লেখ করা প্রয়োজন বিভিন্ন ধরনের উপার্জনকারী ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের আইটিআর ফর্ম রয়েছে। এর মধ্যে সব থেকে সহজটি হল ITR-1। তবে সবার জন্য এই ITR-1 ফর্ম নয়। কারা ITR-1 ব্যবহার করতে পারবেন না, দেখে নেওয়া যাক একনজরে। এই প্রতিবেদন বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

বার্ষিক আয় ৫০ লক্ষের বেশি হলে

কোনও ব্যক্তি অন্য কোনও আয় ছাড়াই যদি বেতনেই তিনি বছরের ৫০ হাজার টাকার বেশি আয় করেন, তাহলে তার জন্য ITR-1 নয়, ITR-2 সঠিক ফর্ম।

একাধিক বাড়ির সম্পত্তি থেকে আয়

যদি কারো একটি বাড়ির সম্পত্তি থাকে, তাহলে তাঁর জন্য সঠিক ফর্মটি হল ITR-1। যদি তাঁর একাধিক বাড়ির সম্পত্তি থাকলে তাহলে তিনি ITR-1 ভরতে পারবেন না।

আয় কৃষি থেকে

কৃষি থেকে আয় করযোগ্য না হলেও, যদি কৃষি থেকে কারও আয় ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে তাঁকে এব্যাপারে রিপোর্ট করতে হবে। এক্ষেত্রে ITR-1 ফাইল করা যাবে না।

তালিকাভুক্ত কোম্পানির ইক্যুইটিতে বিনিয়োগ

যদি কোনও বেতনভুক করদাতা তালিকাভুক্ত কোম্পানির ইক্যুইটির মালিক হন, তাহলে তাঁর ITR-1 ফাইল না করাই ভাল।

স্টক ও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারী

বেতনভুক করদাতা যদি শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে তিনি ITR-1 ফাইল করতে পারেন। তবে শেয়ার বিক্রি হয়ে গেলে কিংবা মিউচুয়াল ফান্ডগুলি ছেড়ে দিলে
তিনি ITR-1 ফাইল করতে পারবেন না। সেক্ষেত্রে তাঁকে ITR-2 কিংবা ITR-3 ফাইল করতে হবে।

কোম্পানির মালিক

যদি কোনও করদাতা কোনও কোম্পানির মালিক হন, সেক্ষেত্রে তিনি ITR-1 ফাইল করতে পারবেন না।

HUF পরিবারের সদস্য

যদি কোনও করদাতা হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হন, তাহলে তিনি ITR-1 ফর্ম ফাইল করতে পারবেন না।

ফ্রিল্যান্সিং থেকে আয়

কোনও সফটঅয়্যার পেশাদার অবসর সময়ে ফ্রিল্যান্সিং কিছু কাজ করে থাকেন। সেটা ব্যবসা কিংবা অন্য কোনও পেশা হতে পারে। সেই পরিস্থিতিতে ITR-1 ফাইল করা যাবে না। সেক্ষেত্রেসেই ব্যক্তি ITR-3 কিংবা ITR-4 ফাইল করতে পারবেন।

টিডিএস পেমেন্ট

যদি কোনও ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় 194N ধারার অধীনে ১ কোটি টাকার বেশি টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে তিনি ITR-1 ফর্ম পূরণ করতে পারবেন না।

ভারতের বাইরে সম্পদ

কোনও একজন উপার্জনকারী ব্যক্তি যিনি ITR-1-এর সব মানদণ্ড পূরণ করার পরেও দেশের বাইরে যদি তাঁর সম্পদ থাকে, তাহলে তিনি ITR-1 ফাইল করতে পারবেন না।

বাড়লেও দিল্লির বিধায়কদের বেতন তুলনামূলক কম! সব থেকে বেশি তেলেঙ্গানায় কত, পশ্চিমবঙ্গেই বা কত? বাড়লেও দিল্লির বিধায়কদের বেতন তুলনামূলক কম! সব থেকে বেশি তেলেঙ্গানায় কত, পশ্চিমবঙ্গেই বা কত?

More INCOME TAX News  

Read more about:
English summary
Tax payers can't use ITR-1 if they want as due date for Income tax return filing is 31 July, 2022
Story first published: Tuesday, July 5, 2022, 17:53 [IST]