দিল্লি (Delhi) থেকে দুবাইগামী (Dibai) স্পাইসজেটের (Spicejet) বিমানের জরুরি অবতরণ (landing) করাচিতে (karachi)। সংস্থার তরফে বলা হয়েছে ইন্ডিকেটর লাইট ঠিক ঠাক কাজ না করার কারণেই বিমানটিকে করাচিতে নামানো হয়। তবে অবতরণের পরে যাত্রীদের নিরাপদে বের করা হয়। এদিকে করাচিতে বিমানের জরুরি অবতরণের ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)।
রাহুল গান্ধীর ভুল ভিডিও সম্প্রচার-উপস্থাপনা! গ্রেফতার বেসরকারি সংবাদ মাধ্যমের অ্যাঙ্কর