অবশেষে বরখাস্ত করা হল অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে। মহিলা দলের এক ফুটবলারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠে ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে তিনি দিনের মধ্যে এই কোচকে বরখাস্ত করল সুপ্রিম কোর্ট নিযুক্ত বর্তমানে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রক কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। শীর্ষ আলাদত নিযুক্ত সিওএ-এর সদস্য এস ওয়াই কুরেশি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের টুইটে কুরেশি লিখেছেন, " অনূর্ধ্ব-১৭ দলে সহকারী প্রশিক্ষক অ্যালেক্স অ্যামব্রোসকে যৌন হেনস্তার দায়ে বরখাস্ত করা হয়েছে।"
ইউরোপে সফররত অবস্থায় ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার কাছে এই অভিযোগ আসতেই তড়িঘড়ি অ্যালেক্সকে দেশে ফেরার নির্দেশ দেয় এআইএফএফ। এই বিষয়ে সেই সময়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করলেও অ্যাম্ব্রোসের নাম নেয়নি তবে এ দিন তাঁর নাম নিয়েই নিজেদের সিদ্ধান্ত জানালেন কুরেশি। ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের নরওয়ে সফরে এই ঘটনাটি সামনে আসে। সংশ্লিষ্ট নাবালিকা ফুটবলারের রুমমেট দলের একজন স্টাফকে জানান, তিনি নিজের রুমে নেই। সে হেড কোচ থমাস ডেননার্বিকে ঘটনাটি জানান। এর পরই জিজ্ঞাসাবাদ করা হয় অ্যামব্রোসকে।
ইস্টবেঙ্গল-ইমামির বহু প্রতিক্ষিত চুক্তি সই আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা
স্পোর্টস স্টারের রিপোর্ট অনুযায়ী এই প্রথম নয় এর আগেও অভিযুক্ত অ্যালেক্স অ্যামব্রোসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। এক সূত্রের দাবি, "জামশেদপুরেও ভারতীয় দলের ক্যাম্পেও ওর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। কোনও অফিসিয়াল রিপোর্ট ছিল না সেই ক্ষেত্রে কারণ মৌখিক ভাবে সেই অভিযোগ করা হয়েছিল। তিন দিন আগে এই অভিযোগের ভিত্তিতে তাঁকে নির্বাসিত করেছিল ফেডারেশন। অবশেষে পূর্ণাঙ্গ তদন্তের পর দোষী সাব্যস্ত হওয়া তরুণী ফুটবলারের শারীরিক হেনস্থা এবং যৌন নিপিড়ণ করা অ্যালেক্সকে বরখাস্ত করল এআইএফএফ। তাঁর বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থাও গ্রহও করা হবে জানিয়েছে বোর্ড।