বর্ষার প্রকাশ ঘটেনি জুনে, জুলাই ভরিয়ে দেবে বৃষ্টি! আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির আশ্বাস

বঙ্গোপসাগর দিয়ে মৌসুমী বায়ু আগেভাগে প্রবেশ করলেও এখনও জাঁকিয়ে বসতে পারেনি দেশে। জুন মাসে বৃষ্টিপাত তুলনায় অনেক কম হয়েছে। কিন্তু জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলেই জানিয়ছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা মৌসম ভবন। আবহাওয়ার পূর্বাভাসে গোটা দেশের জন্যই জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহবিদরা।

ভারতে জুলাইয়ে বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমাণ

আবহাওয়ার পূর্বাভাসে মৌসম ভবনের আবহবিদরা জানিয়েছেন, ভারতে জুলাইয়ের মৌসুমী বৃষ্টিপাত হবে স্বাভাবিক। ৯৪ শতাংশ থেকে ১০৬ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে জুলাই মাসে ভারতে যে স্বাভাবিক বৃষ্টির কথা জানানো হয়েছে, তাতে স্বস্তি মিলেছে কৃষক মহলে। কারণ ধানের মতো উল্লেখযোগ্য ফসল রোপণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল জুলাই। এ মাসে বৃষ্টি কম হলে চাষিদের মাথায় হাত। কিন্তু সেই সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

জুনে বৃষ্টি কম, জুলাইয়ের উপর ভরসা বর্ষার

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দেশের কেন্দ্রীয় অঞ্চলে বৃষ্টিপাত কম হয়েছে জুন মাসে। ভারতে জুনে স্বাভাবিকের থেকে ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। বর্ষা দেশের প্রধান ঋতু। বর্ষা কম হলে সমস্যা আবার বেশি হলেও সমস্যা। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০ শতাংশ হয় বর্ষাকালে, এই মৌসুমি বায়ুর প্রভাবে।

আগে এসেও মৌসুমি বায়ু সক্রিয় হতে পারেনি

দেশের ২.৭ ট্রিলিয়ন ডলারের কৃষি-ভিত্তিক অর্থনীতি। তার জন্য বৃষ্টি অপরিহার্য। এবার আশা জাগিয়ে মৌসুমি বায়ু ২৯ মে দক্ষিণ কেরালা রাজ্যের উপকূলে পৌঁছেছিল। দু'দিন আগেই বর্ষা পৌঁছে গেলেও জুন মাস স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারেনি। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল বর্ষার উত্তরণ। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়েছে।

বেশিরভাগ রাজ্যেই ঘাটতি রয়ে গিয়েছে বৃষ্টিতে

ভারতের আবহাওয়া দফতরের তথ্যে জানা গিয়েছে, মধ্য ভারতের যে সমস্ত রাজ্যগুলি তুলা, সোয়াবিন এবং আখ চাষ হয়, সেখানে জুন মাসে স্বাভাবিকের তুলনায় ৫৪ শতাংশ বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। আবার এমন কিছু রাজ্য আছে, যেখানে বৃষ্টিপাত স্বাভাবিক হয়েছে। কিন্তু বেশিরভাগ রাজ্যেই ঘাটতি রয়ে গিয়েছে বৃষ্টিতে।

৮ জুলাইয়ের মধ্যে সারা দেশে মৌসুমি বায়ু

মৌসুমি অক্ষরেখার নর্দান লিমিট অফ মনসুন এই মুহূর্তে গিশা, চিতোরগড়, বিকানির হয়ে খাজুওয়ালা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি রাজস্থান ও গুজরাটের বাকি অংশ কভার করবে। ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করবে। সারাদেশে মৌসুমি বায়ু একযোগে পৌঁছে যাওয়ার এই দিনটিও এবার এসে যাচ্ছে আগেভাগে। অন্তত চারদিন আগে গোটা ভারতে বিস্তার লাভ করবে মৌসুমি বায়ু।

কোথায় মৌসুমি অক্ষরেখা, কোথায় বৃষ্টি

পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। উত্তরপ্রদেশের পর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে দিয়েছে। গুজরাট থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায়। আগামী সপ্তাহে তা নিম্নচাপে পরিণত হতে পারে।

কোন কোন রাজ্যে ভারী বৃষ্টিপাত চলবে

আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি চলবে। গুজরাট, কঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টি আগামী কয়েক দিন বজায় থাকবে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরি-সহ তেলেঙ্গানায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবহং জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড. হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান নিকোবরেও ঝড়-বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি চলছে কয়েক সপ্তাহ ধরে। এবার সেই বৃষ্টির রেশ এসে পৌঁছেছে দক্ষিণবঙ্গে।

Weather update: দিনভর বৃষ্টিতে ভিজবে শহর, বিকেল থেকে ভারী বৃষ্টির সতর্কতাWeather update: দিনভর বৃষ্টিতে ভিজবে শহর, বিকেল থেকে ভারী বৃষ্টির সতর্কতা

More RAIN News  

Read more about:
English summary
IMD forecasts of possible rain in July after monsoon appeared in India before June
Story first published: Sunday, July 3, 2022, 11:33 [IST]