এ যেন শেষ হয়েও হচ্ছে না! একের পর এক সঙ্কট চলছে। যদিও ইতিমধ্যে মহারাষ্ট্রে নয়া সরকার গঠন হয়েছে। মুখ্যমন্ত্রী'র পদে বসেছেন একনাথ শিন্ডে। এবার বিধানসভার অধ্যক্ষ পদ নিয়েও শুরু হয়েছে নয়া সংঘাত। বিধানসভার অধ্যক্ষ পদে প্রার্থী দিল মহা বিকাশ অঘরি।
বিজেপি বিধায়ক রাহুল নার্ভেকরের বিরুদ্ধে শিবসেনা বিধায়ক রাজন সালভিকে প্রার্থী করল মহা বিকাশ আঘাদি।
রাজন সালভি আজ শনিবার ওই পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছেন। আগামী তিন জুলাই অর্থাৎ রবিবার এই পদে'র জন্যে ভোট হবে। প্রথমবার বিজেপি'র হয়ে বিধায়ক হয়েছেন রাহুল নার্ভেকর।
আর এরপরেই শুক্রবার অধ্যক্ষ পদে নিজের নামে মনোনয়ন জমা দেন। বলে রাখা প্রয়োজন, নার্ভেকর মুম্বাইয়ের কোলাবা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন। অন্যদিকে আর সালভি রত্নাগিরি জেলার রাজাপুর কেন্দ্রের একজন বিধায়ক।
গত কয়েকদিন আগেই সরকার গঠন করেছেন বিদ্রোহী একনাথ শিন্ডে। দীর্ঘ টানটান নাটকের পরে মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। বিজেপি'র সমর্থনে মুখ্যমন্ত্রী পদে বসেছেন বহিষ্কৃত এই বিদ্রোহী সেনা বিধায়ক । এই অবস্থায় এবার নিজের শক্তি পরীক্ষায় নামছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। আর সেই লক্ষ্যে আগামী দুদিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
আগামীকাল অর্থাৎ দুই এবং তিন তারিখ এই অধিবেশন বসবে। রবিবার বিধানসভার অধ্যক্ষ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এরপর চার জুলাই হাউসে আস্থা প্রস্তাব উত্থাপন করবেন।
বলে রাখা প্রয়োজন, বিজেপি'র সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়েছেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ। তবে মহারাষ্ট্রে গত কয়েকদিন যেভাবে খেলা চলেছে তাতে পড়ে যায় উদ্ভব ঠাকরে সরকার। শিবসেনা সুপ্রিমো ঠাকরে কংগ্রেস এবং এনসিপিকে পাশে নিয়ে সরকার গঠন করে।
কিন্তু আড়াই বছরের মাথায় প্রায় ৫০ জন শিবসেনা বিধায়ক হাত তুলে নেওয়াতে ঠাকরে সরকার পড়ে যায়। কংগ্রেস নেতা বালাসাহেব থোরাত বলেছেন যে সালভি বিরোধী প্রার্থী। এদিন সালভি যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই সময় জয়ন্ত পাতিল, ধনঞ্জয় মুন্ডে (এনসিপি), অশোক চ্যাভান (কংগ্রেস) এবং সুনীল প্রভু (শিবসেনা) সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত চ্ছিলেন বলে খবর।
গত বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের নানা পাটোলে দলের রাজ্য ইউনিট সভাপতি হওয়ার জন্য পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। প্রায় দুই বছর ধরে মহারাষ্ট্রের স্পিকার পদ খালি রয়েছে। শুক্রবার, বিজেপি বিধায়ক রাহুল নার্ভেকর স্পিকার পদের জন্য ফর্ম পূরণ করেছেন। আর এরপরেই পালটা প্রার্থী বিরোধীদের তরফে। আর তা ঘিরেই মহারাষ্ট্রের নিয়া খেলার শুরু বলছেন রাজনৈতিক কারবারীরা।