Weather Update: দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ! বাংলার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে (South Bengal) হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে। কিছুটা বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জুন মাসে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা তার অর্ধেক হয়েছে। আবার উত্তরবঙ্গে (North Bengal) হয়েছে বেশি।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে বিক্ষিপ্তি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। ৩ জুলাই রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ জুন সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে এর মধ্যে ৩ টি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ৩ জুলাই রবিবার সকালের মধ্যে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝাকি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ জুলাইসোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। জুন মাসে দক্ষিণবঙ্গে ৪৮ শতাংশ বৃষ্টি কম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাতের মধ্যে কলকাতার কিছু অংশে একটানা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.৯ ও ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল (৩৬.৪)
বহরমপুর (৩৬.৬)
বাঁকুড়া (৩৭.২)
বর্ধমান (৩৬.৮)
কোচবিহার (৩৩.৭)
দার্জিলিং (১৯.৪)
দিঘা ৩৩ (৩৩.২)
কলকাতা ৩৩.৯ (৩২.২)
দমদম ৩৪.৯ (৩১.৯)
কৃষ্ণনগর (৩৩)
মালদহ (৩৬.৩)
মেদিনীপুর (৩৪.৫)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন (৩৬)

নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারেউত্তর ওড়িশার কাছে।

বিজেপির সংগঠনে তৃণমূল নেতা মুকুলের নাম, রাজনৈতিক মহলে তোলপাড়বিজেপির সংগঠনে তৃণমূল নেতা মুকুলের নাম, রাজনৈতিক মহলে তোলপাড়

More WEATHER News  

Read more about:
English summary
Rain will increase in South Bengal due to monsoon trough and Low pressure area, says Weather Office