ভারত-ব্রিটেন গ্লোবাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে দুই েদশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিন দিনের অনুষ্ঠানের মধ্য গত ২ দিনে দুই দেশের শিল্পপতিরা অংশ নিয়েছিলেন। তাতে পরিবেশ, ডিজিটাল ইকোনমি থেকে বিনিয়োগ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে পড়ায়াদের জন্য বিশেষ স্কলারশিপ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পড়ুয়াদের একবছরের জন্য ব্রিটেনের যেকোনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে এই স্কলারশিপে। অনুষ্ঠানের প্রথম ২ দিনে পরিবেশ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিিধদের মধ্যে। এছাড়াও ফ্রি ট্রেড নিয়েও আলোচনা হয়েছে। তাতে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার। অংশ নিয়েছিলেন ওলার সিইও। ছিলেন শশী থারুর।
সব তথ্য জানতে ক্লিক করুন @IGFupdates #UKIndiaWeek
৩য় দিনের আলোচনা শুরু হয়েছে নারী উন্নয়ন নিয়ে। তাতে ভারত-ব্রিটেনে নারীদের নেত্রীত্ব নিয়ে আলোচনা হয়েছে। তাতে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গিল, টেক ইমপ্যাক্ট ফোরামের মঞ্চ দর্শিতা। এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তি। ২৭ জুন থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। লন্ডনের নেহরু সেন্টারে তাতে দুই দেশের মধ্যে সাংস্কতিক মেলবন্ধন নিয়ে আলোচনা হয়েছিল। তাতে দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানের বিস্তারিত জেনে নিন এখানে
এই আলোচনায় অংশ নিয়েছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই আলোচনা সভায় ভারতের পক্ষ থেকে থাকছেন
জেনে নিনি অনুষ্ঠানে বক্তাদের তালিকা
ইন্ডিয়া গ্লোবাল ফোরাম (IGF) সম্পর্কে
আন্তর্জাতির বাণিজ্য এবং রাজনৈতিক নেতাদের এক মঞ্চে নিয়ে আসাই মূল লক্ষ্য এই আলোচনা সভার। বিভিন্ন পলিসি মেকাররাও এই অনুষ্ঠানে সামিল হয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। এতে বাণিজ্য সব একাধিক বিষয়ের বিভিন্ন দিশা উন্মোচিত হয়।