বাংলায় করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহের শেষে আড়াইশোর নীচে নেমে গিয়েছিল করোনা। এক সপ্তাহের মধ্যে তা বাড়ছে বাড়তে ১৭০০ ছাড়িয়ে গেল। সেইসঙ্গে ভয় ধরিয়ে সংক্রমণের হার ছুঁয়ে ফেলল প্রায় ১৫ শতাংশ। করোনামুক্তের চার গুণেরও বেশি সংক্রমণ হল এদিন। তবে বিগত দুদিনের পর এদিন ফের প্রাণ কাড়েনি করোনা।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৩৯। গতদিনের তুলনায় এই সংখ্যা খানিকটা বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩১ হাজার ১৬৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২১৯। এদিন বাংলায় প্রাণ কাড়েনি ঘাতক করোনা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৩১ হাজার ১৬৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮২৭৭ জন। দৈনিক আক্রান্ত ১৭৩৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৫৬ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ১ হাজার ৬৬৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৫৫ শতাংশ। আর এদিন করোনামুক্তের প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৬৯ হাজার ৩৪। এদিন টেস্টিং হয়েছে ১১ হাজার ৮১১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৪.৭২ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ১৫ শতাংশ ছুঁয়ে ফেলেছে প্রায়। এদিন প্রায় দ্বিগুণ সংক্রমণের হার।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৭০৪ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ৬০৮ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৪ লক্ষ ৮৮ হাজার ৮০৮ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৩৭ লক্ষ ৭৬ হাজার ৭৭৯ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৮২৭৭ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৭৯৫০ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৩২৭ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে মাত্র ১২৮৩ জন।
সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ১৭৩৯। গতকাল এই সংখ্যাটা ছিল ১৫২৪। গতকাল টেস্টিং হয়েছিল প্রায় একইসংখ্যক। সেই নিরিখে এদিন বাড়ল সংক্রমণের হার।