ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের মালিককে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার মহম্মদ জুবের নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। আর সেই ঘটনায় দিল্লি পুলিশকে নোটিশ ধরাল দিল্লি হাইকোর্ট।
আগামী দুসপ্তাহের মধ্যে পুলিশকে এই বিষয়ে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। গ্রেফতারের মামলায় চার দিনের পুলিশি রিমান্ডকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন মহম্মদ জুবের। সেই মামলাতেই পুলিশকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। আগামী ২৭ জুলাই এই মামলার ফের শুনানি।
দিল্লি হাইকোর্টে শুনানির সময় বিচারপতি সঞ্জীব নরুলা গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ করেন। বলেন, রিমান্ডের আদেশটি চার দিনের জন্য ছিল, যা আগামীকাল শনিবার শেষ হবে। ২ জুলাই-ই সংশ্লিষ্ট আদালতে মহম্মদ জুবের হাজির করার কথাও এদিন জানান বিচারপতি। শুধু তাই নয়, শুনানির সময় এদিন বিচারপতি মৌখিকভাবে মন্তব্য করেন এই ভুলের "শেল্ফ লাইফ" খুব সীমিত। অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সদস্য মহম্মদ জুবের হয়ে এদিন হাইকোর্টে মামলায় অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার।
সওয়াল জবাবে বৃন্দা গ্রোভার এদিন বলেন, জুবে'রের কি পাসপোর্ট, মোবাইল, ল্যাপয়প বাজেয়াপ্ত করা যায়। উনি তো টুইট করেছিলেন। যা কিনা টুইটে আছে বলে কোর্টকে জানান আইনজীবী। শুধু তাই নয়, টুইট ফোন থেকে করেছেন মেনে নিলেও ল্যাপটপ পুলিশ কেন বাজেয়াপ্ত করল তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন আইনজীবী। তাঁর দাবি, আমার মক্কেল একজন সাংবাদিক। পুলিশ ওনার ল্যাপটপে এমন কি খুঁজছে? প্রশ্ন বর্ষীয়ান ওই আইনজীবীর। এমনকি পুলিশের জেরাপর্ব নিয়েই হাইকোর্টে জোড়াল সওয়াল করেন বৃন্দা গ্রোভার। সবপক্ষে'র বক্তব্য শুনে হাইকোর্ট আগামী দুসপ্তাহের মধ্যে পুলিশকে এই বিষয়ে জবাব দেওয়ার কথা বলে।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ২৯৫ এ ধারায় অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দিল্লি পুলিশের IFSO (Intelligence Fusion & Strategic Operations) শাখা তাঁকে গ্রেফতার করে। ২০১৮ সালের একটি টুইটে'র সূত্রেই অল্ট নিউজের মালিককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দলগুলি।