অফ সাইড এবং পেনাল্টি হল ফুটবল খেলার এমন দু'টি অংশ যা নিয়ে বরাবার তর্ক উঠেছে। ভিএআর আসার পরেও এই তর্কের ইতি ঘটেনি। যেই দলের বিরুদ্ধে অফ সাইড বা পেনাল্টি দেওয়া হয় সেই দুই দলই অত্যন্ত অসন্তুষ্ট হয়। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২-এ এই সমস্যার সমাধানের জন্য নতুন প্রযুক্তির আমদানি করছে ফিফা।
কাতার বিশ্বকাপে অফ সাইডেরে সিদ্ধান্ত আরও নিখুঁত করতে ব্যবহার করা হবে 'সেমি অটোম্যাটিক অফ সাইড প্রযুক্তি।' এই বিষয়টি নিশ্চিত করছে ফিফা। বিশেষজ্ঞ মহলের ধারণা 'সেমি-অটোমেটিক' অফসাইড প্রযুক্তি ব্যবহার করার ফলে অফ সাইডের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও দ্রুততা আসবে এবং এই প্রক্রিয়া নির্ভুলও হবে। ফল দলগুলিও প্রতিটা অফ সাইড নিয়ে স্বচ্ছ ধারণা থাকবে।
কিন্তু কী ভাবে কাজ করবে এই প্রক্রিয়া। স্টেডায়মে চার পাশে যেমন ক্যামেরা লাগানো থাকে তেমন তো থাকবেন, এ ছাড়াও অফ সাইড ধরার জন্য আরও বেশি এবং বিশেষ ক্যামেরা থাকবে স্টেডিয়মের চারিদিকে। এ ছাড়া বল নতুনত্ব আসছে বলে। বলের মধ্যে চিপ লাগানো থাকবে। এর ফলে ভিএআর-এ সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। পিয়েরলুইগি কলিনার যিনি ফিফার রেফারিদের কমিটির প্রধান তিনি আশা করেন এই সেমি অটোমেটিক অফ সাইড প্রযুক্তির ব্যবহারের ফলে আরও বেশি নির্ভুল হয়ে উঠবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর-এর কাজ। রেফারিদের কমিটির চেয়ারম্যান নিজের বক্তব্যে বলেছেন, "আমরা ভিএআর-এর আরও সামঞ্জস্যপূর্ণ ব্যবহার নিয়ে কাজ করছি। হ্যাঁ, কখনও কখনও কোনও ঘটনা পরীক্ষা বা রিভিউ করতে অনেকটা সময় লাগে, বিশেষ করে অফ সাইডের ক্ষেত্রে।" বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে ব্যবহার করা হবে এই টেকনলজি।
শুধু বিশ্বকাপের জন্য এই প্রযুক্তির আমদানি করা হচ্ছে এমনটা কিন্তু নয়। বিশ্বকাপের মধ্যে দিয়ে বিশ্ব ফুটবলে এই প্রযুক্তির অন্তর্ভুক্তি ঘটছে। এর পর বিভিন্ন টুর্নামেন্টে এই পদ্ধতি ব্যবহার করা হবে।