ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে টসে হারলেও খুব একটা সমস্যা হচ্ছে না ভারতের। এজবাস্টনে প্রথম ব্যাটিং করার সুযোগই পেয়েছে ভারত। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন তাঁর দল ভাল মতো রান তাড়া করছে তাই টসে জিতে তিনি বোলিং-এর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পাঁচ ম্যাচের যে টেস্চ সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার খেলা হচ্ছে এজবাস্টনে সেই সিরিজ শুরু হয়েছিল গত বছর। প্রথম চারটি টেস্ট আয়োজিত করা সম্ভব হলেও পঞ্চম টেস্টের আগে কোভিড সংক্রণ ছড়িয়ে পড়ে এবং নির্ধারিত দিন পঞ্চম টেস্ট শুরুর কিছু সময় আগে তা স্থগিত হয় যায়। এর পরই ইসিবি'কে নিশ্চিন্ত করে বিসিসিআই ঠিক করে ২০২২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে অর্থাৎ এই বছর শেষ টেস্ট টেস্ট ম্যাচটি খেলবে ভারত।
এ দিন টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বোলিং করার সিদ্ধান্ত অবাক করার মতো। ২০ ওভারের ক্রিকেটে ডিউ ফ্র্যাক্টরকে কাজে লাগাতে মূলত দ্বিতীয় ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন যে কোনও দলের অধিনায়ক। কিন্তু টেস্ট ক্রিকেটে যেখানে প্রথমে ব্যাটিং করতে চায় প্রতিটা দল সেখানে স্টোকসের এই সিদ্ধান্ত বোধগম্য নয়। যেখানে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার সুযোগ রয়েছে সেখানে নিজের উপর চাপকে আমন্ত্রণ করার কোনও যুক্তি রয়েছে বলে মনে হয় না। যদিও নিজের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছে, তাঁর দল দুর্দান্ত ভাবে রান তাড়া করছে এবং সেই কারণেই তিনি চান প্রথমে বোলিং করতে।
অপর দিকে, এই ম্যাচে প্রথম বারের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে জসপ্রীত বুমরাহ। ক্রিকেট কেরিয়ারের এই টেস্ট ম্যাচটি জিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন।
ভারত:
শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক।)
ইংল্যান্ড:
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্ট্রো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, স্টয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন