আজ রথযাত্রা। সেজে উঠেছে পুরী। জগন্নাথ ধামে গত কয়েকদিন ধরেই ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। করোনা কালে এই প্রথম ভক্তসমাগমে রথ যাত্রা হচ্ছে পুরীতে। গত ২ বছর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভক্তরা ছাড়াই রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল পুরীতে। এবার তাই ভক্ত সমাগম বেশি। জগন্নাথ দেবের দর্শনে ভিড় করতে শুরু করেছেন পুন্যার্থীরা।