করোনা কালে এই প্রথম ভক্ত সমাগমে রথযাত্রা পুরীতে, উৎসবের মেজাজ জগন্নাথ ধামে

আজ রথযাত্রা। সেজে উঠেছে পুরী। জগন্নাথ ধামে গত কয়েকদিন ধরেই ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। করোনা কালে এই প্রথম ভক্তসমাগমে রথ যাত্রা হচ্ছে পুরীতে। গত ২ বছর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভক্তরা ছাড়াই রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল পুরীতে। এবার তাই ভক্ত সমাগম বেশি। জগন্নাথ দেবের দর্শনে ভিড় করতে শুরু করেছেন পুন্যার্থীরা।

More RATH YATRA News  

Read more about:
English summary
Rath Yatra will perform with all amid COVID situation
Story first published: Friday, July 1, 2022, 7:35 [IST]