বৃহস্পতিবার মালয়েশিয়া ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে থাকা পিভি সিন্ধু পরাজিত করেন থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ফিতায়াপর্ন চাইওয়ানকে।
অলিম্পিকে দু'বারের পদক জয়ী সিন্ধুর ক্ষেত্রে একেবারেই সহজ ছিল না এই ম্যাচটি। পিছিয়ে পড়ে ম্যাচ বের করে নেন তিনি। প্রথম গেমে ১৯-২১ ব্যবধানে চাইওয়ানের বিরুদ্ধে পরাস্থ হন সিন্ধু। এই পরিস্থিতিতে পরবর্তী গেমটি মরণ-বাঁচন হয়ে দাঁড়িয়েছিল। ওই গেমে হার মানেই নিশ্চিত বিদায়। কিন্তু দুর্দান্ত দক্ষতায় অলিম্পিকে জোড়া পদক জয়ী শাটলার পরবর্তী দুই গেমে প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেন।
আক্সিয়াতা এরিনায় ৫৭ মিনিটের লড়াইয়ে পিভি সিন্ধুর ম্যাচটি জিতে নেন ১৯-২১, ২১-৯ এবং ২১-১৪ ব্যবধানে। মালয়েশিটা ওপেনের ষষ্ঠ বাছাই পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বী তাই জু ইং-এর বিরুদ্ধে।
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিবের পদ থেকে ইস্তফা বিতর্কিত কুশল দাসের
সিন্ধুর মতোই মালয়েশিয়া ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন এইচএস প্রণয়। বিশ্ব ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা প্রণয় স্ট্রেট গেমে পরাজিত করেন প্রতিযোগীতার চতুর্থ বাছাই চউ টিয়ান চিনকে। চাইনিজ তাইপের প্রতিযোগীর বিরুদ্ধে তাঁর খেলার ফল ২১-১৫ এবং ২১-৭।
ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের অন্যতম সদস্য প্রণয় অবাছাই হিসেবে এই প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির মুখোমুখি হবেন তিনি।