Wimbledon: দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন, জোকার জয়ের ছন্দ ধরে রাখলেও ছিটকে গেলে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা

উইম্বলডনে এগিয়ে চলেছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করলেন অস্ট্রেলীয় প্রতিদ্বন্দ্বী থানাসি কোকিনাকিসকে। বুধবার সার্বিয়ান টেনিস তারকার পক্ষে খেলার ফল ৬-১, ৬-৪, ৬-২। এই জয়ের ফলে উইম্বলডন ২০২২-এর তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জোকার।

উইম্বলডনে সপ্তমবার খেতাব জয়ের লক্ষ্যে কোর্টে নেমেছেন জোকার। প্রথম ম্যাচে কওন সোন-উ'এর বিপক্ষে কিছুটা নরবড়ে দেখালেও এটিপি ক্রমতালিকায় ৭৯ স্থানে থাকা কোকিনাকিসের বিরুদ্ধে পুরনো ছন্দেই নিজেকে মেলে ধরতে পেরেছেন।

এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা ২০১৮ সালে মিয়ামি ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিংবদন্তি রজার ফেডেরারকে পরাজিত করেছিলেন। কিন্তু আরও একটা আপসেটের কোনও সুযোগই ছিল না সেন্টার কোর্টে কারণ ম্যাচের শুরু থেকেই খেলা চলছিল তেমন ভাবেই যেমনটা ডিক্টেট করছিলেন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টে গ্র্যান্ডস্ল্যাম ইভেন্টে এটি জকোভিচের ২৩তম স্ট্রেট সেটে জয়। ম্যাচ শেষে জোকার বলেন, "নিজের পারফরম্যান্সে আমি আজ অত্যন্ত খুশি। আমি মনে করি ভাল ভাবেই শুরু করেছিলাম আমি। প্রতিটা পয়েন্টের জন্য ওকে পরিশ্রম করিয়েছি। আমি চেষ্টা করেছিলাম পুরো কোর্ট ঘুরিয়ে ওকে খেলাতে, অনেক বৈচিত্র এনেছি খেলার মধ্যে। এ দিন সার্ভ করাটাও বেশ কঠিন হয়ে পড়েছিল কারণ দারুণ হাওয়া চলছিল। তবে আমার দিক থেকে সেরা পারফরম্যান্সটা আমি দিতে পেরেছি বলে আমি মনে করি এবং তার জন্য খুশি।" চতুর্থ রাউন্ডে জায়গা করে নিতে জকোভিচ মুখোমুখি হবেন মিওমির কেকমানোভিচের।

অপর দিকে, নোভাক জকোভিচ জিতলেও উইম্বলডন দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই সাক্ষী থাকল অঘটনের। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ছিটকে গিয়েছেন বিশ্ব টেনিসের শ্রেষ্ঠ প্রতিযোগীতা থেকে। আমেরিকার প্রতিযোগী জন ইসনারের বিরুদ্ধে চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে মারে ছিটকে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে খেলার ফল ৪-৬, ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৩) এবং ৪-৬।

More NOVAK DJOKOVIC News  

Read more about:
English summary
Novak Djokovic advance in Wimbledon 2022 while Andy Murray crashes out. Murray lost against US opponent John Isner. Nokav Djokovic beat Australian contestant Thanasi Kokkinakis.
Story first published: Thursday, June 30, 2022, 11:43 [IST]