মহারাষ্ট্রের রাজনীতিতে পরবর্তী সম্ভাবনা
একনাথ শিন্ডের নেতৃত্বের স্বতন্ত্র বিধায়কদের গোষ্ঠীর সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠনের দাবি করবে। শপথ নেবেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রের খবর মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবীশ ও উপমুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে। শপথের পরেই স্পিকার নির্বাচনের অনুষ্ঠান হবে বলে মনে করা হচ্ছে। শিন্ডের গোষ্ঠী শিবসেনার বিধায়ক দল হিসেবে স্বীকৃতি পেতে পারে। বিধানসভায় হুইপ নির্বাচন করা তাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে। রাজ্যপাল তাদের আস্থা ভোটের সময় দেবেন। সরকার সম্প্রসারন হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ১১ জুলাইয়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন
দেবেন্দ্র ফড়নবীশের দল থেকে রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন চন্দ্রকান্ত পাতিল, সুধীর মুনগান্টিওয়ার, গিরিশ মহাজন, আশীষ সেলার, প্রবীণ দারেকর, চন্দ্রশেখর বাবনকুলে, বিজয় কুমার দেশমুখ বা সুভাষ দেশমুখ, গণেশ নায়েক, রাধাকৃষ্ণ ভিকে পাতিল, সম্ভাজি পাতিল নিলাঙ্গেকর, মঙ্গলপ্রভাত লোধা, সঞ্জয় কুটে, রবীণ চ্যবন, অশোক ইউকেড, সুরেশ খাদে, জয়কুমার রাওয়াল, অতুল সেভ, দেবযানী ফারন্দে, রণধীর সাভারকার, মাধুরী মিসল। এছাড়াও প্রসাদ লাড, জয়কুমার গোর, প্রশান্ত ঠাকুর, মদন ইরাওয়ার, মহেশ লান্দেজ বা রাহুল কুল, নিলয় নায়েক, গোপীচাঁদ পদলকার, বান্টি বাঙ্গাদিয়া।
একনাথ শিন্ডের দল থেকে থাকতে পারেন গলবরাও পাতিল, উদয় সামন্ত, দাদা ভুসে, আব্দুল সাত্তার, সঞ্জয় রাঠোড, শম্ভুরাজ দেশাই, বাচ্চু কাদু, তানাজি সাওয়ান্ত। এছাড়াও দীপক কেসরকার, সন্দীপন ভুমরে, সঞ্জয় শিরসাত, ভরত গোগাভালে।
সঞ্জয় রাউতের মন্তব্য
উদ্ধব ঠাকরে মুখমন্ত্রী হিসেবে পদত্যাগ করার ১২ ঘণ্টার মধ্যেই ফের হুঙ্কার দিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, 'শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়। ক্ষমতার জন্ম শিবসেনার জন্য। এটা বালা সাহেব ঠাকরের মন্ত্র। আমরা কাজ করব, আবার নিজেদের ক্ষমতায় ফিরে আসব।' প্রায় নয়দিনের মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট, অভিযোগ, পাল্টা অভিযোগ, আবেগঘন বার্তা বিনিময়ের পর অবশেষে বুধবার রাতে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে আস্থা ভোটের আগে তিনি পদত্যাগ করেন। এরপর মহারাষ্ট্রে বিধানসভায় আস্থাভোট স্থগিত করে দেওয়া হয়।