Weather Update: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে মেঘলা আকাশের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে বংলার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে দক্ষিণবঙ্গের (South bengal) অনেকাংশে আকাশ মেঘলা। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টি চলতে পারে ১ জুলাই পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহকারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ ১ জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে তা শুরু হওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই যে দক্ষিণবঙ্গে তা শুরু হয়ে যাবে, এমন কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, জুনে দক্ষিণবঙ্গে বর্ষা হয়েছে অর্ধেকের কম। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৬.৯)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৬.১)
বর্ধমান (২৫ )
কোচবিহার (২৫.২)
দার্জিলিং (১৫.৮)
দিঘা (২৬.৮)
কলকাতা (২৮)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর
মালদহ (২৭.২)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৪.২)
শ্রীনিকেতন (২৬)

হোটেলে নেতাদের নিয়ে উল্লাস দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ১ জুলাইহোটেলে নেতাদের নিয়ে উল্লাস দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ১ জুলাই

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says heavy rain will continue in two districts of North Bengal and South Bengal will remain cloudy.
Story first published: Thursday, June 30, 2022, 8:29 [IST]